ইতিহাসের এই দিনে -২২ অক্টোবর

0
1
ইতিহাসের এই দিনে -২৮ নভেম্বর

প্রকাশিত : মঙ্গলবার,২২ অক্টোবর ২০২৪, খ্রিষ্টাব্দ।। ০৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল)।। ১৮ রবিউস সানি ১৪৪৬ হিজরি।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : আজ মঙ্গলবার,২২ অক্টোবর ২০২৪, খ্রিষ্টাব্দ।। ০৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল)।। ১৮ রবিউস সানি ১৪৪৬ হিজরি। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল অনেক সাড়াজাগানো ঘটনা। এসব ঘটনা তৎকালীন সমাজে ফেলেছিল সুদূরপ্রসারী প্রভাব। বদলে দিয়েছিল সমাজ, রাজনীতি, রাষ্ট্র শাসনের পদ্ধতি ও মানুষের জীবনপ্রবাহ এবং বুদ্ধি-বিবেচনার গণ্ডি। ওই নবপ্রবাহের প্রবলস্রোতে মানুষের জীবনে এসেছিল নতুনত্ব। মানবসমাজে জন্ম নিয়েছিল নতুন চিন্তাভাবনা। মানুষের বৌদ্ধিক চৌহুদ্দি নানামুখী চিন্তায় প্রসারিত হয়। মানুষের আবিষ্কার ও উদ্ভাবনে দেখা দিয়েছিল নবউদ্দীপনা। আসুন, জেনে নেওয়া যাক ওইসব ঘটনা সম্পর্কে। এসব তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।

আলোচিত ঘটনাসমূহ
১৪৯৪ – সালের এই দিনে ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস তার দ্বিতীয় আবিষ্কার অভিযান শুরু করেন।
১৫৯৯ – সালের এই দিনে লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে তোলার পরিকল্পনা শুরু হয়।
১৭৬০ – সালের এই দিনে নবাব মীর জাফর আলী খান পদচ্যুত হয়।
১৭৬৪ – ইংরেজদের সঙ্গে মীর কাশিমের চূড়ান্ত যুদ্ধ।
১৭৬৪ – বক্সার যুদ্ধে মীর কাসিমের পরাজয়।
১৭৬৪ – সালের এই দিনে বাংলা ও বিহারে নবাবী আমলের অবসান হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয়।
১৭৭৪ – কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়।
১৭৯২ – ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
১৮৩৩ – সালের এই দিনে নিউইয়র্কে বিখ্যাত মেট্রোপলিটন অপেরা হাউস উদ্বোধন করা হয়।
১৮৬২ – সালের এই দিনে আব্রাহাম লিংকন ক্রীতদাস মুক্তির ঘোষণায় স্বাক্ষর করেন।
১৯১৮ – সালের এই দিনে উত্তর-পশ্চিম ইউরোপে জার্মান বাহিনীর ওপর মিত্র বাহিনীর হামলা শুরু হয়।
১৯৩৪ – প্রথম বারের মতো ফটোগ্রাফ রেকর্ডিং চালু হয়।
১৯৩৪ – প্রথমবারের মতো ফটোগ্রাফ রেকর্ডিং চালু।
১৯৩৫ – সালের এই দিনে হাইতিতে ঘূর্ণিঝড়ে দুই হাজারেরও বেশি লোক মৃত্যুবরণ করে।
১৯৩৬ – সালের এই দিনে স্পেন সরকার ফ্রান্কো ফ্যাসিবাদী ব্যক্তিদের চালানো সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতি-আক্রমণ করার জন্য আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সৈন্যদল প্রতিষ্ঠার সিদ্ধান্ত অনুমোদন করেন। ৫৪টি দেশের প্রায় ৪০ হাজার জন কমিউনিস্ট পার্টির সদস্য এবং প্রগতিশীল ব্যক্তি স্বতঃস্ফুর্তে স্পেনে আসেন।
১৯৫৫ – কাউন্সিল সভায় আওয়ামী মুসলীম লীগ থেকে ‘মুসলিম’ শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ নামকরণ করা হয়।
১৯৫৬ – সালের এই দিনে ফ্রান্স, ব্রিটেন ও ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী মিশরে হামলার বিষয়ে আলোচনার জন্য গোপনে বৈঠক করে।
১৯৭২ – পাকিস্তানে আটক বাঙালিদের অবস্থা পর্যবেক্ষণের জন্য জাতিসংঘ প্রতিনিধি স্যার রবার্ট জ্যাকসনের পিন্ডি উপস্থিতি।
১৯৭২ – মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট গঠন।
১৯৭২ – গণপরিষদে সংবিধানের উপর ৮ দিনব্যাপী সাধারণ আলোচনা সমাপ্ত।
১৯৭৩ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় বেনিন।
১৯৭৩ – বাংলাদেশকে ডাহোমির স্বীকৃতি দান।
১৯৭৩ – সতের দিনব্যাপী চলতে থাকা আরব-ইসরাইল চতুর্থ যুদ্ধের অবসান হয়।
১৯৭৩ – সালের এই দিনে ইসরায়েলের সঙ্গে মিসর ও সিরিয়ার যুদ্ধবিরতি কার্যকর হয়।
১৯৭৫ – সালের এই দিনে যোয়াত কার্লোসকে স্পেনের রাজা বলে ঘোষণা করা হয়।
১৯৭৭ – শাহ মোয়াজ্জেম হোসেন জরুরি ক্ষমতা বিধিবলে আটক।
১৯৭৮ – বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট গঠন।
১৯৭৮ – সালের এই দিনে তৎকালীন চীনের উপণ্ডপ্রধানমন্ত্রী তেং সিয়াও পিং জাপান সফর করেন। পর দিনে টোকিওতে চীন-জাপান শান্তিপূর্ণ মৈত্রী চুক্তির অনুমোদন পত্র বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৯৭৮ – জয়দেবপুরে ৭ম এশীয় স্কাউট সেমিনার উদ্বোধন।
১৯৭৯ – পুলিশের আচরণের বিরুদ্ধে ঢাকার রাস্তায় রাস্তায় ট্রাক-ব্যারিকেড।
১৯৮০ – ইরান-ইরাক অঘোষিত যুদ্ধ শুরু হয়।
১৯৮০ – ময়মনসিংহ কারাগারে বন্দি সংঘর্ষ, লাটিচার্জ।
১৯৮০ – রাজেন্দ্রপুরে ট্রেন-বাস সংঘর্ষে ৭ জন নিহত।
১৯৮১ – সালের এই দিনে রাষ্ট্রপতি জিয়া হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ১২ জন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর হয়।
১৯৮৩ – আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত রাজ্জাক-মহিউদ্দীন গ্রুপের বাকশাল গঠন।
১৯৮৩ – সাংবাদিক ও সাবেক মন্ত্রী খন্দকার আবদুল হামিদের ইন্তেকাল।
১৯৮৫ – জগন্নাথ হলে নিহতদের প্রত্যেকের পরিবারকে ১ লক্ষ টাকা সরকারি সাহায্য দানের ঘোষণা।
১৯৮৯ – নয়টি সংগঠনের ছাত্র সগ্রাম পরিষদ ত্যাগ।
১৯৮৯ – ক্যান্সার হাসপাতালের জন্য কাজী জাফরের ১০০ বিঘা জমিদান।
১৯৮৯ – সাফ গেমস ফুটবলে বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩-০ গোলে জয়ী।
১৯৮৯ – সাফ গেমস সাঁতারে বাংলাদেশের মোখলেসের স্বর্ণপদক জয়।
১৯৯০ – সর্বদলীয় ছাত্রঐক্য আয়োজিত ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ।
১৯৯২ – খুলনা সুন্দরবন কলেজ ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে আহত ১০।
১৯৯৩ – সালের এই দিনে রাশিয়ায় সাংবিধানিক সংকট শুরু হয়।
১৯৯৫ – সালের এই দিনে জাতিসংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনেতাদের সর্ববৃহৎ সম্মেলন শুরু হয়।
১৯৯৭ – কমনওয়েলথ শীর্ষসম্মেলনে যোগদানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ।
১৯৯৮ – চারবছর পর ছাত্রলীগের নতুন কমিটি গঠিত। বাহাদুর ব্যাপারী সভাপতি, অজয় কর খোকন সাধারণ সম্পাদক।
১৯৯৮ – বিএনপিসহ সাতদলের ডাকে সারাদেশে আধা বেলা হরতাল। স্কুল ছাত্র^ আকবর আহত। পরস্পরকে বিভিন্ন দলের দোষারোপ।
১৯৯৯ – ইসলামি সংগঠনের ওপর পুলিশের লাঠিচার্জ। ফটো সাংবাদিকরাও লাটিচার্জের শিকার।
২০০০ – অনুমোদন ছাড়া ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অভিযোগে ইসলামিক ট্রেড অ্যান্ড কমার্স লিমিটেডের (আইটিসিএল) সকল কার্যক্রম বন্ধ ঘোষিত।
২০০০ – লক্ষ্মীপুরের রামগতিতে চর দখল নিয়ে সংঘর্ষে নিহত ৫।
২০০০ – শরীয়তপুরের নড়িয়ায় আওয়ামী লীগ দু’দলের বন্দুকযুদ্ধে ১৫ জন আহত।
২০০০ – বিএনপি’র আহ্বানে চট্টগ্রামে সকাল-সন্ধা হরতাল পালিত।
২০০০ – ঢাকার কমলাপুর ডিপো থেকে ফিলিপিন দূতাবাসের নামে আসা কন্টেনার থেকে প্রায় দুই কোটি টাকার অবৈধ সিগারেট ও সয়াবিন উদ্ধার।
২০০২ – শেখ হাসিনার লন্ডন যাত্রা।
২০০২ – সেনা অভিযানে সাভার ও ভোলায় দুজনের মৃত্যু।
২০০২ – বরিশালে হাসনাত আবদুল্লাহর বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার।
২০০২ – এরশাদকে জিয়া বিমানবন্দরে সিঙ্গাপুর গমনে বাধা দান।
২০০২ – চট্টগ্রামে কর্তব্যরত ট্রাফিক পুলিশকে উধ্বতন সেনাবাহিনীর অফিসারকে। সম্মাননা না করার জন্য গ্রেপ্তার। সব ট্রাফিক পুলিশের প্রতিবাদ। অবশেষে মেজর সাঈদের মধ্যস্থতায় রফা।
২০০৩ – দারিদ্র্য বিমোচনে ত্রিশ বছরে ব্যয় হয়েছে দুই লাখ কোটি টাকা।
২০০৩ – ১৮ টুকরা লাশ ছিল পুলিশের সোর্স বাবুল মিয়ার।
২০০৩ – রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ, সর্দিকাশি ডায়ারিয়া জন্ডিসের ভোগান্তি।
২০০৩ – খালেদা জিয়া-তেজান কাব্বা বৈঠকে অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে। সিয়েরা লিওনকে বাংলাদেশের প্রতিশ্রুতি।
২০০৩ – খুলনায় পুলিশের বক্সের কাছে ঠিকাদার রাসেল (৩০) খুন।
২০০৩ – ছয় দফার দাবিতে আইনজীবীদের দেশব্যাপী প্রতীক অনশন।
২০০৪ – বান্দরবানে রোয়াংছড়িতে সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর বন্দুকযুদ্ধ। কয়েকজন সেনাসদস্য গুলিবিদ্ধ, ৬ সন্ত্রাসী গ্রেপ্তার।
২০০৪ – ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ড ইনিংস ও ৯৯ রানে জয়ী।
২০০৫ – সিরাজগঞ্জে পুলিশের ক্রসফায়ারে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) আঞ্চলিক প্রধান হোসেন আলী নিহত এবং ৩ পুলিশ আহত।
২০০৬ – শেষ সময়ে অসমাপ্ত ও অর্ধসমাপ্ত প্রকল্প উদ্বোধনের হিড়িক।
২০০৬ – সরকার ঈদের ছুটি ঘোষণা করায় সচিবালয়ে ক্ষোভ।
২০০৬ – ‘সমঝোতা না হলেও আ. লীগ নির্বাচনে যাবে।-মান্নান ভূঁইয়া
২০০৬ – বিএনপির দুই এমপির শুল্কমুক্ত গাড়ি খালাসের জন্য নিয়ম ভাঙল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
২০০৬ – বিচারপতি কেএম হাসানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বিউটেনিসের সাক্ষাৎ।
২০০৭ – দুই শেয়ারবাজারে সূচক ও লেনদেনে রেকর্ড।
২০০৭ – পৃথককরণ প্রশ্নে মহানগর হাকিম রোকন-উদণ্ডদৌলা পদস্থ সরকারি কর্মকর্তাদের করতালিমুখরিত পরিবেশে ফাঁসির মঞ্চে যাওয়ার কথা বলেন।
২০০৭ – সংবিধান সংশোধন ছাড়া বিচার বিভাগ ৮০ ভাগ পৃথক হবে। বিচারপতি নাঈমুদ্দিন আহমদ।
২০০৭ – সাবেক উপদেষ্টা বিচারপতি ফজলুল হকের বাসায় যৌথবাহিনীর অভিযান।
২০০৭ – চট্টগ্রাম, বান্দরবান ও খাগড়াছড়িতে ভোটার তালিকার কাজ শুরু।
২০০৭ – জাল কাগজপত্রে কাস্টমসে চাকরি নিয়েছেন ৬শ’ জন।
২০০৭ – ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলেছে।
২০০৮ – স্থানীয় সরকার কমিশন গঠিত। ফয়জুর রাজ্জাক চেয়ারম্যান।
২০০৮ – খালেদা জিয়ার বাসভবনে পাঁচ উপদেষ্টার অনির্ধারিত বৈঠক।
২০০৮ – সহযোগী সংগঠন রেখে আওয়ামী লীগ নিবন্ধন পাঁচ্ছে, তবে শ্রমিক লীগ ও ছাত্রলীগ স্ব স্ব সংগঠনের গঠনতন্ত্র দ্বারা পরিচালিত হবে। আ.লীগের মতে এর ফলে অন্যান্য সহযোগী সংগঠনের ওপর দলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সম্ভব হলেও ছাত্র ও শ্রমিক সংগঠনের ওপর দলের নিয়ন্ত্রণ থাকবে না।
২০০৮ – নিরাপদ সড়ক দিবসে দুর্ঘটনায় মং রাজা পাইথনা প্রু চৌধুরী (৬৫) সহ ছয়জন নিহত।
২০০৮ – গ্রিনপিস কর্তৃক কালো তালিকাভুক্ত অয়েল ট্যাংকার এমটি এন্টারপ্রাইজ সীতাকুন্ডু সৈকতে ভাঙা হচ্ছে।
২০০৮ – ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাতটি বিভাগের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে ৪০০ করে মোট ৮০০ নম্বরের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে-এ নিয়ম বাতিল করার জন্য মাদ্রাসা ছাত্ররা জবরদস্তিমূলক যে আন্দোলন করে তার পক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা অংশ সমর্থন জানায়।
২০০৯ – হিযবুত তাহরীর নিষিদ্ধ, আর সাত জঙ্গি প্রতিষ্ঠান তালিকায়।
২০১০ – ঘূর্ণিঝড় ‘গিরি’র প্রভাবে উপকূলে জলোচ্ছ্বাস।
২০১১ – দুনীতির তদন্তে সরকারের অনুমতির প্রয়োজন নেই। ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ায় দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম দেখে এসে আইন-বিচার বিষয়ক সংসদীয় কমিটির সুপারিশ।
২০১১ – শান্তিতে নোবেল বিজয়ী তাত্তাকূল কারমান সৌদি আরবে আট বাংলাদেশীর প্রকাশ্যে শিরচ্ছেদের নিন্দা করেছেন।
২০১১ – ছাত্রদলকর্মী আবিদুর রহমান নিহত হওয়ার উত্তেজনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা।
২০১১ – ট্রানজিটে ভারতের যে লাভ তার অর্ধেক আমাদের চাই।-পরিবহন . বিশেষজ্ঞ মোহাম্মদ রহমতুল্লাহ।
২০১২ – আদালত অবমাননা আর কাঠগড়ায় দাঁড়াতে হবে না সরকারি কর্মকর্তাদের। অন্যান্যের বেলায় আইন অপরিবর্তিত থাকবে।
২০১২ – সরাইলে আ.লীগের ৬ নেতার বিরুদ্ধে অগ্নিসংযোগ।
২০১২ – নিউইয়র্কে গোয়েন্দা ফাঁদে কাজী নাফিস? বাংলাদেশী কর্মকর্তাদের সাক্ষাৎ দিতে চান না রেজওয়ানুল।
২০১২ – নিরাপত্তা হেফাজতে ড্রাইভার আজম।
২০১৩ – দুই নেত্রীর প্রস্তাব নিয়ে দেশি-বিদেশিরা তৎপর।
২০১৩ – রাজনৈতিক অস্থিরতায় অর্থনীতি স্থবির।-সিপিডি
২০১৩ – রাজনীতির খেলায় দুই পক্ষই জিততে চায়। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বির্তক। উদ্ভূত পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সহকারি মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো সৈয়দ আশরাফ ও মির্জা ফখরুলের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
২০১৩ – শাহজালার বিমানবন্দরে ৩৩ কেজি স্বর্ণ উদ্ধার।
২০১৩ – সংলাপের দুয়ার খুলছে। আলোচনায় বসতে আওয়ামী লীগকে বিএনপির চিঠি।
২০১৩ – সংবিধানের বাইরে কোন প্রস্তাব মানব না। যথাসময়ে সংবিধান অনুযায়ী। নির্বাচন।প্রধানমন্ত্রী
২০১৪ – সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশী শ্রমিকের মৃত্যু।
২০১৪ – ভ্রাম্যমান আদালতের অভিযানে রাজধানীর যাত্রাবাড়িতে দুই চিকিৎসকের জরিমানা, তিনটি ক্লিনিক সিলগানা।
২০১৪ – আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে লতিফ সিদ্দীকির কারণ দর্শানোর নোটিশের জবাব।
২০১৪ – ইবোলা ভাইরাস প্রতিরোধে বিদেশ থেকে আসা ব্যক্তিদের পরীক্ষার জন্য দেশের সব বন্দরে চিকিৎসক রাখার নির্দেশ হাইকোর্টের।
২০১৪ – ভারতের সারদা কেলেঙ্কারির তদন্তে নেমে দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর প্রথম অভিযোগপত্র পেশ।
২০১৪ – মানবতা বিরোধী আপরাধের অভিযোগে ইঞ্জিনিয়ার আবদুল জব্বারের বিরুদ্ধে রাষ্টপক্ষের ১৫তম সাক্ষী হিসেবে বকুল রানীর জবানবন্দী গ্রহণ।
২০১৪ – মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইশতিয়াক আহমেদকে পেট্রোবাংলার চেয়ারম্যান নিয়োগ।
২০১৪ – কানাডার রাজধানী অটোয়ায় পার্লামেন্ট ভবনে বন্দুকধারীর গুলিতে এক সেনা নিহত, পরে সেনাদের গুলিতে বন্দুকধারীর মৃত্যু।
২০১৪ – স্পিকার শিরীন শারমিন চৌধুরি কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির চেয়ারপারসন এবং সাবের হোসেন চৌধুরি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় দুজনকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা।
২০১৫ – গুলশানে ইতালীয় নাগরিক তাভেল্লা চেজার খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ঢাকা মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও ডিসিসি’র সাবেক ওয়ার্ড কাউন্সিলর এমএ কাইয়ুমের ছোটো ভাই এম মতিনকে আটক করা হয়েছে।
২০১৫ – শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টে দুই আবাহনীর লড়াইয়ে জয় পেয়েছে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী।
২০১৫ – রাজধানীর গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে দায়িত্ব পালনকালে দারুস সালাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম মিয়া (৪০) দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন।
২০১৬ – আওয়ামী লীগের ২০তম সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
২০১৬ – আমি আওয়ামী লীগের সন্তান। আওয়ামী লীগের সম্মেলনে সৈয়দ আশরাফ।
২০১৬ – ইংল্যান্ড-বাংলাদেশ টেস্টের তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩২৭ রান। বাংলাদেশ ২৪৮ রান।
২০১৬ – বীর বিক্রম হেমায়েত উদ্দিনের মৃত্যু (৭৪)।
২০১৬ – এভারেস্ট বিজয়ী প্রথম নারী জাপানের জুনকো তাবেইর মৃত্যু।
২০১৬ – মসুলে ৩০০ ইরাকির শিরশ্ছেদ করল আইএস।
২০১৬ – ওবামার ইমেইল ফাঁস করে দিল উইকিলিকস।
২০১৬ – ক্যামেরুনে ট্রেন লাইনচ্যুত। নিহত ৭৩।
২০১৬ – মিসরের সাবেক প্রেসিডেন্ট মুরসির ২০ বছরের কারাদণ্ড।
২০১৭ – স্পেনে দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান। কেন্দ্রের শাসন না মানার ঘোষণা স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়া নেতাদের। আঞ্চলিক সরকারকে বরখাস্ত ও দ্রুত নির্বাচন দেয়ার পরিকল্পনা স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখায়।
২০১৭ – বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের বৈঠক শেষে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে চাপ দেয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এদিকে রোহিঙ্গা সংকটে ভারতের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে সুষমা স্বরাজ বলেছেন, রাখাইনে স্বাভাবিক পরিবেশ সৃষ্টির মাধ্যমে মিয়ানমারকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে।
২০১৭ – রাজধানীর সোনারগাঁও হোটেলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন সফররত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বৈঠক শেষে সুষমা স্বরাজের উদ্ধৃতি দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় ভারত।
২০১৭ – রাজধানীর এক হোটেলে সেমিনার শেষে সাংবাদিকদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এ লক্ষ্যে ঢাকা শহরের ৪৭টি খাল পুনরুদ্ধারের উদ্যোগ নেয়া হয়েছে।
২০১৭ – গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
২০১৭ – সুপ্রিম কোর্ট প্রশাসনের ১০ শীর্ষ কর্মকর্তাকে বদলির পর নতুন ছয় কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পরামর্শ অনুযায়ী এই নিয়োগ দিয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি।
২০১৭ – ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ প্রতিপাদ্য নিয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে সড়ক পরিবহন ও সেতু বিভাগের উদ্যোগে দেশে প্রমবারের মতো জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত। দিবসটি উপলক্ষ্যে এই বিভাগের মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দুর্ঘটনা প্রতিরোধে ও সুশৃঙ্খল সড়কের জন্য সবাইকে সচেতন হতে হবে।
২০১৭ – পিতা-মাতা হত্যার দায়ে পাঁচ কারণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ঐশী রহমানের সাজা হ্রাস করে দেয়া যাবজ্জীবন কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।
২০১৭ – তৃতীয় বারের মতো এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন ভারত। মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রতিযোগিতার ১০ম আসরের ফাইনালে ২-১ গোলে মালয়েশিয়াকে হারিয়ে অপরাজিত থেকে শিরোপা লাভ ভারতের।

জন্ম
১৫১১ – সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এরাসমুস রাইনহোল্ড, তিনি ছিলেন জার্মান জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ।
১৮১১ – ফ্রান্‌ৎস লিস্ট, ছিলেন ঊনবিংশ শতকের হাঙ্গেরিয়ান কম্পোজার, পিয়ানো বাদক, শিক্ষক এবং একজন সংগীতজ্ঞ।
১৮১৮ – সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিকন্টে ডি লিসলে, তিনি ছিলেন ফরাসি কবি ও লেখক।
১৮৭০ – সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইভান বুনিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান লেখক ও কবি।
১৮৮১ – ক্লিনটন জোসেফ ডেভিসন, নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী।
১৯০০ – আসফাকউল্লা খান, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯০১ – সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিরাজউদ্দীন কাসিমপুরী, তিনি ছিলেন বাংলা লোক সাহিত্যের কিংবদন্তী পুরুষ।
১৯০৩ – সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ ওয়েলস বিডেল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট।
১৯১৯ – সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডোরিস লেসিং, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইরানি বংশোদ্ভূত ইংরেজ লেখক, কবি ও নাট্যকার।
১৯৩৮ – সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেরেক জ্যাকবির, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা ও পরিচালক।
১৯৪৪ – খুরশিদ আলম, বাংলাদেশি কণ্ঠশিল্পী।
১৯৪৭ – সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দীপক চোপড়া, তিনি ছিলেন ভারতীয়-আমেরিকান লেখক, পাবলিক স্পিকার ও চিকিৎসক।
১৯৪৮ – ইংল্যান্ড জাতীয় দলের সাবেক পেসার মাইক হেনড্রিক।
১৯৫০ – ময়ুখ চৌধুরী, বাংলাদেশি কবি, সমালোচক ও গবেষক।
১৯৫১ – বাঙালি পদার্থবিদ, বাংলা সাহিত্যের রহস্য রোমাঞ্চ ও কল্পবিজ্ঞানের জনপ্রিয় লেখক অনীশ দেব।
১৯৫২ – জুলি ড্যাশ, তিনি আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৬৬ – ভ্যালেরিয়া গলিনো, তিনি ইটালিয়ান অভিনেত্রী, গায়ক ও প্রযোজক।
১৯৭০ – উইনস্টন বগারডে, তিনি ডাচ ফুটবলার।
১৯৮৫ – হাদিসে, তিনি তুর্কি গায়ক, ড্যান্সার ও গীতিকার।
১৯৮৮ – পরিনীতি চোপড়া, তিনি ভারতীয় অভিনেত্রী।

মৃত্যু
০৭১৬ – সুলায়মান, তিনি ছিলেন দামেস্কের সুলতান।
০৭৪১ – চার্লস মার্টেল, তিনি ছিলেন প্রাচীন রাজা।
০৭৬২ – লি পাই আনহুইয়ের তাংথুতে, তিনি ছিলেন চীনের থাং রাজবংশের কবি।
১৩৫৬ – আয়াতুল্লাহ সাইয়েদ মোস্তফা খোমেনী, তিনি ছিলেন ইরানের ইসলামি বিপ্লবের মরহুম ইমাম খোমেনী ’র বড় পুত্র।
১৯০৬ – পল সেজাঁ, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী।
১৯২২ – খ্যাতনামা হোমিওপ্যাথিক ও হাসপাতালের প্রতিষ্ঠাতা প্রতাপচন্দ্র মজুমদার।
১৯২৮ – অ্যান্ড্রু ফিশার, তিনি ছিলেন স্কটস বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ ও ৫ম প্রধানমন্ত্রী।
১৯৫৪ – কবি জীবনানন্দ দাশের মৃত্যু।
১৯৫৪ – জীবনানন্দ দাশ, বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক।
১৯৬৪ – খাজা নাজিমুদ্দিন, পাকিস্তানের গভর্নর জেনারেল ও প্রধানমন্ত্রী।
১৯৭৫ – আর্নল্ড টয়েনবী, তিনি ছিলেন বিখ্যাত ইংরেজ ঐতিহাসিক।
১৯৮৩ – সাংবাদিক ও সাবেক মন্ত্রী খন্দকার আবদুল হামিদের মৃত্যু।
১৯৮৬ – আলবার্ট সযেন্ট গ্যরগ্যি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান শারীরবিজ্ঞানী ও প্রাণরসায়নী।
১৯৮৬ – ইয়ে চিয়ান ইং, তিনি ছিলেন চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান।
১৯৮৯ – মৌয়াদ রেনে, তিনি ছিলেন লেবাননের রাষ্ট্রপতি।
১৯৯২ – ক্লেয়াভন লিটল, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক।
২০০২ – বিনয় মুখোপাধ্যায় যাযাবর ছদ্মনামে সুপরিচিত বিশিষ্ট বাঙালি সাহিত্যিক।
২০০৫ – অজিতকুমার ঘোষ, প্রখ্যাত নাট্যগবেষক ও সমালোচক।
২০০৭ – ইভ কুরি, তিনি ছিলেন ফরাসি পিয়ানোবাদক ও সাংবাদিক।
২০১২ – মাইক মরিস, তিনি ছিলেন ইংরেজ সাংবাদিক।
২০১৩ – ইয়ান্বারি কাযামা, তিনি ছিলেন জাপানি চিত্রকর।

ছুটি ও অন্যান্য

  • জাতীয় নিরাপদ সড়ক দিবস -২০১৮ (বাংলাদেশ)
  • আন্তর্জাতিক তোতলামি সচেতনতা দিবস।
  • ক্যাপস্‌ লক ডে।

তথ্য সূত্র: উইকিপিডিয়া, বাংলাদেশের তারিখ ১-৩ খন্ড, বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপঞ্জি ১৯৭১-২০১১, ইতিহাসের এই দিনে।

(বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন