প্রকাশিত : শনিবার, ২২ আগস্ট ২০২০ইং ।। ৭ই ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : মু’সলিম’দের প্রথম কিবলা ও তৃতীয় সম্মানিত ম’সজিদ ফিলি’স্তিনের আল আকসায় ভ’য়াবহ অ’গ্নিকা’ণ্ডের আজ ৫১ তম বছর হয়।
১৯৬৯ সালের ২১ আগস্ট ফিলি’স্তিনের আল আকসা ম’সজিদে অ’গ্নিসংযোগ করেন অস্ট্রেলিয়ান পর্যট’ক ডেনিস মাইকেল রোহান। ওয়াল্ডওয়াইড চার্চ অব গড নামের একটি খ্রিস্টান গোষ্ঠীর সদস্য ছিল রোহান। ফিলি’স্তিন ভূখণ্ডে ইসলায়েলের দখলদারিত্ব বিস্তারের অংশ হিসেবে অ’গ্নিসংযোগ করে সে। তাঁর ধারণা মতে, আল আকসা ম’সজিদের স্থানে ইহুদিদের উপাসনালয়ের ধ্বংসাবশেষ আছে। তাই আল আকসা ম’সজিদ ধ্বংস করে যিশু খ্রিস্টের আগমন তরান্বিত করতে চেয়েছিল রোহান।
অ’গ্নিকা’ণ্ডের দুই দিন পর ২৩ আগস্ট রোহানকে অ’গ্নিসংযোগের অ’ভিযোগে গ্রে’প্তার করা হয়। তাঁকে ওই সময় মানসিক রোগী হিসেবে চিহ্নিত করা হয়। পরবর্তীতে রোহানকে মানসিক প্রতিব’ন্ধী হিসেবে বিচারের আওতামুক্ত করা হয়।
অ’গ্নিকা’ণ্ডে ম’সজিদ আকসার দক্ষিণ প্রান্ত পুড়ে যায়। আকসা ম’সজিদের ছাদ, দৃষ্টিনন্দন মোজাইক পাথর ও নিচের ভূমিও পুড়ে যায়। তাছাড়া ভেতরে থাকা নানা সামগ্রি ভষ্ম হয় এবং ভবনের ব্যাপক ক্ষতি হয়। পরবর্তীতে তা পুননির্মাণ করতে অনেক বছর অ’তিবাহিত হয়।
এই অ’গ্নিকা’ণ্ডের সবচেয়ে বড় ক্ষতি ছিল, সুলতান সালাহুদ্দিন আইউবির হালব থেকে আনা ঐতিহাসিক মিম্বারটি পুড়ে যায়। ১১৮৭ সালে সালাহুদ্দিন আইউবি বাইতুল মুকাদ্দাস বিজয়কালে তা সঙ্গে নিয়ে এসেছিলেন। মিম্বারটির ঐতিহাসিক প্রেক্ষাপট হলো, সুলতান নুরুদ্দিন জাংকি ম’সজিদ আকসা বিজয়ের পর তা স্থাপনের জন্য নির্মাণের নির্দেশ দিয়েছিলেন।
অ’গ্নিকা’ণ্ডের সময় আকসা ম’সজিদ প্রাঙ্গণে পানি সরবাহ বন্ধ রাখে ইস’রায়েলের সে’নাবাহিনী। ওই সময় আ’গুন নেভাতে ফিলি’স্তিনিরা নিজেদের সাম’র্থ্যানুসারে পানি ও কাপড় নিয়ে এগিয়ে আসে। সাধারণ মানুষের সহযোগিতায় আল আকসার আ’গুন নেভানো হয়।
এ ঘটনা আরব ও মু’সলিমবিশ্বের নেতৃত্ববৃন্দের মধ্যে ব্যাপক প্রভাব ফেলে। পুরো বিশ্বের মু’সলিম’দের মধ্যে তীব্র নিন্দা ও ক্ষোভ তৈরি হয়। অবশেষে মু’সলিম’দের ঐকবদ্ধ করতে মু’সলিমবিশ্বের নেতৃবৃন্দ ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর ম’রক্কোর রাজধানী রাবাতে শীর্ষ সম্মেলন করে। ওই সম্মেলনে ৩০টি দেশের সমন্বয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সংস্থা ‘ওআইসি’ (অর্গানাইজেশন অব ইস’লামিক কোঅ’পারেশন) গঠন করা হয়। অ’তঃপর ১৯৭৬ সালে আল আকসা ম’সজিদ পুননির্মাণের জন্য ‘আল কুদস ফান্ড’ গঠন করা হয়।
তথ্যসূত্র : আলজাজিরা নেট
নিউজটি শেয়ার করুন .. ..