প্রকাশিত : বৃহস্পতিবার,৩০ জুলাই ২০২০ইং ।। ১৫ই শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : প্রস্তুত আরাফাতের মসজিদে নামিরা। হুজ্জাজে কেরাম আজ ভোরে মিনা থেকে আরাফায় এসে অবস্থান করবেন। এখান থেকেই দেওয়া হবে হজ্জের খুতবাহ। যোহর-আসর একসাথে আদায় করে সন্ধ্যার পরে মুযদালিফায় মাগরিব-এশা একসাথে আদায় করে সেখানে রাত্রিযাপন করবেন।
নিউজটি শেয়ার করুন .. ..