আবারো করোনায় আক্রান্ত হয়েছেন সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি

0
21
আবারো করোনায় আক্রান্ত হয়েছেন সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি

প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১ইং।। ২৪শে আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ (বর্ষাকাল)।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি)আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি আবারও করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে তিনি দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত হলেন।
এমপি সাগুফতা ইয়াসমিন এমিলির ব্যক্তিগত সহকারী মাহাবুবুর রহমান টিটু জানায়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গত ৪ ই জুলাই রবিবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাঠানো উপহার দরিদ্র অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ করতে লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলায় প্রতিটি ইউনিয়নে যান তিনি। ঢাকায় ফিরে এসে তাঁর করোনা উপস্বর্গ দেখা দিলে ৬ ই জুলাই মঙ্গলবার জাতীয় সংসদ মেডিকেল সেন্টারে তিনি নমুনা পরীক্ষা করতে দেন। পরদিন ৭ই জুলাই বুধবার বিকেল ৪ টায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে।
বর্তমানে তিনি হোম কোয়ারেন্টেনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এসময় নেতা-কর্মীদেও সাথে তিনি যোগাযোগ রাখতে পারবেননা বলে দুঃখ প্রকাশ করেছেন এমিলি।
আওয়ামী লীগ সরকার জনকল্যাণমুখী সরকার, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আওয়ামীলীগ মানুষের পাশে রয়েছে। মহামারী করোনায় জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ, সংসদসদস্য বৃন্দ এবং তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ মানুষের পাশে আছে এবং সেবা করে যাচ্ছে। এই সেবার ব্রত নিয়ে তিনিও কাজ করে যাচ্ছেন নির্বাচনী এলাকায় নিয়মিত। তিনি দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

 Mahbubur Rahman Tito এর ফেইজবুক লিঙ্কটি দিয়ে দিলাম-  https://www.facebook.com/photo/?fbid=1235606923530311&set=a.102988946792120&__cft__[0]=AZXj0gh7ZPNzOmv5o3yNRYO3hok4CyQZE1L-RF_CF-1D-DkoR7X1yhw9vB0hCXTSljOL5dY6Z3EPVqomAGgqJqkKX_lBUR-Zc8HRzJucD-Fnt94cZH8wZRBum0VHzyuNdzw&__tn__=EH-R

নিউজটি শেয়ার করুন .. ..               

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন