বিক্রমপুর খবর ডেস্ক :
প্রকাশিত:ডিসেম্বর ২৬,২০১৮ |
আজ ২৬ ডিসেম্বর টঙ্গিবাড়ি উপজেলার আড়িয়ল ইউনিয়নের এ বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মুন্সীগন্জ -০২ (লৌহজং -টংগিবাড়ী)প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলি এমপির নির্বাচনী প্রচারনায় এবং গণসংযোগে গত এক সপ্তাহ যাবত প্রতিদিন মাঠে নেমে আছেন মহসীন দোওয়ান লিটন,সে ১৯৯১ তে মোক্তাদি সাব এর নিবাচন করেছে। ১৯৯৬ সালে লু্ৎফর রহমান সাবের নিবাচন করেছে কিন্তু ১৯৯৬ পর ব্যাবসায় মনোযোগ দেওয়াতে সে আর রাজনীতি করতে পারেনি।১৯৯৬ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ যাদুঘর এর প্রতিষ্ঠাতা সদস্য। জাতীয় মানবধিকার সোসাইটির সহ মহাসচিব পদ লাভ করেন। ১৯৯২ সারে আড়িয়ল স্বনময়ী উচ্চ বিদ্যালয়ে আজীবন সদস্য হন।উন্নয়নের ধারা আব্যাহত রাখতে আওয়ামী লীগ কে তথা সাগুফতা ইয়াসমিন এমিলিকে ভোট দেওয়ার জন্য বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ক্যাম্পেইন করছেন।