৫১ শতাংশ সমর্থন পেয়ে মুন্সিগঞ্জে পুনরায় মেয়র হলেন বিপ্লব

0
47
৫১ শতাংশ সমর্থন পেয়ে মুন্সিগঞ্জে পুনরায় মেয়র হলেন বিপ্লব

প্রকাশিত: রবিবার ৩১ জানুয়ারি ২০২১ইং ।। ১৬ই ১৪২৭ মাঘ বঙ্গাব্দ (শীতকাল) , ১৫ই জামাদিউস-সানি,১৪৪২ হিজরী।

বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনধি : মুন্সীগঞ্জে ভোটকেন্দ্র গুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি ও শান্তিপূর্ণভাবে পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠিত এ মুন্সীগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী হাজ্বী  মোহাম্মদ ফয়সাল বিপ্লব (নৌকা প্রতীক) নিয়ে জয় লাভ করেছেন।

মেয়র প্রার্থী হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্লব (নৌকা প্রতীক) পেয়েছেন ২৭হাজার ২শ’৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ধ বিএনপির মনোনীত মেয়র প্রার্থী শহিদুল ইসলাম ( ধানের শীর্ষ) পেয়েছেন ২৬শ ৪ ভোট।

শনিবার অনুষ্ঠিত মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনে মোট ভোটার ৫৩ হাজার ৩৭৪ জন।এর মধ্যে ভোট দিয়েছেন ৩১ হাজার ৮৫২ জন। ভোটের হার প্রায় ৬০ শতাংশ। ৪০.৩২ শতাংশ ভোটার ভোটকেন্দ্রে যাননি। আওয়ামীলীগের প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ২৭ হাজার ২৭৬ ভোট পেয়েছেন। অর্থাৎ তিনি মোট ভোটারের ৫১ দশমিক ১ শতাংশের সমর্থন পেয়ে মেয়র হয়েছেন।

 এছাড়া এ পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয় লাভ করেছেন যথাক্রমে ১ নং ওয়ার্ডে খায়রুল ইসলাম (উটপাখি),২ নং ওয়ার্ডে মো: সোহেল রানা রানু (পানির বোতল),৩ নং ওয়ার্ডের মো: মকবুল হোসেন (ডালিম),৪ নং ওয়ার্ডে আনোয়ার হোসেন (বøাকবোর্ড),৫ নং ওয়ার্ডে মো: মতিউর রহমান স্বপন (পাঞ্জাবি ),৬ নং ওয়ার্ডে আবু সাত্তার মুন্সি ( টেবিল ল্যাম্প),৭ নং ওয়ার্ডে শফিকুল হাসান তুষার (পানির বোতল), ৮ নং ওয়ার্ডে আওলাদ হোসেন (উটপাখি), ৯ নং ওয়ার্ডে সাজ্জাদ হোসেন সাগর (উটপাখি)।

এদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী নাগির্স আক্তার (আনারস),পারভিন আক্তার (আনারস),রুমা বেগম (জবা ফুল)।

মুন্সীগঞ্জ জেলা রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা আরিফুল হক বেসরকারীভাবে এ বিজয়ী প্রার্থীদের নাম ঘোষনা করেন। উল্লেখ,মুন্সীগঞ্জ পৌরসভায় ২৫টি কেন্দ্রে ৫৩ হাজার ৩৭৪জন ভোটার।#

নিউজটি শেয়ার করুন .. ..    

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন