লৌহজংয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

0
64
লৌহজংয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত:মঙ্গলবার,১ অক্টোবর ২০১৯ ইং ।। ১৬ই আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর :স্টাফ রিপোর্টার, মিজানুর রহমান ঝিলু লৌহজং : লৌহজংয়ে ৫ থেকে ১৬ বছরের শিশুদের জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০১৯ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ঘোলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৪০ জন শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম হাওলাদার, উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) এস এস মিজানুর রহমান, দুই স্বাস্থ্য পরিদর্শক আবু বকর সিদ্দিক দেওয়ান ও হাবিবুর রহমান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক কাজী মুস্তাফিজুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীতা রানী পাল।

উল্লেখ্য, ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত লৌহজং উপজেলার ৫ থেকে ১৬ বছরের প্রায় ৪২ হাজার শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন