প্রকাশিত : সোমবার, ১ জুন ২০২০ ইং ।। ১৮ই জ্যৈস্ঠ ১৪২৭ বঙ্গাব্দ।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গে আমফানের তাণ্ডবের পর এবার গুজরাতের সমুদ্র উপকূলে ঘূর্ণিঝড় হিকা আছড়ে পড়তে চলেছে ৷ ভারতীয় মৌসম বিভাগ অনুযায়ী, আরব সাগরের উপরে নিম্নচাপ তৈরি হয়েছে ৷ এর জেরে ৩ জুন মহারাষ্ট্র ও গুজরাতে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ৷
মনে করা হচ্ছে অন্য ঝড়ের মতো হিকার জন্য কচ্ছ ও কন্ডলার আশপাশের এলাকায় বিপুল ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে ৷
আইএমডি তরফে জানানো হয়েছে,‘দক্ষিণ পূর্ব-পূর্ব মধ্য আরব সাগরের উপর নিম্নচাপ সৃষ্টি হয়েছে ৷ এর জেরে আগামী ৪৮ ঘণ্টায় এটি আরও তীব্র হতে চলেছে ৷ ৩ জুন গুজরাত ও মহারাষ্ট্রের দিকে এগোবে ৷’
হিকার জন্য ইতিমধ্যেই মৎস্যজীবিদের সতর্ক করা হয়েছে এবং সমুদ্রে যেতে মানা করা হয়েছে ৷ প্রথমে বলা হয়েছিল এই ঘূর্ণিঝড় ওমানের দিকে এগোচ্ছে ৷ কিন্তু পরে জানানো হয় প্রথমে গুজরাতের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ৷
মৌসম বিভাগের পূর্বাভাস অনুযায়ী, ১২০ কিলোমিটার গতিতে সমতলে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় ৷
নিউজটি শেয়ার করুন .. ..