প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, খ্রিষ্টাব্দ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল)।। ২৫ জমাদিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : নতুন করে আর বাড়ানো হচ্ছে না হজ নিবন্ধনের সময়। আগামী বছর হজে যেতে এ বছরের ৩০ নভেম্বরের পর আর নিবন্ধন করা যাবে না। ফলে এ সময়ের মধ্যেই শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয় থেকে হজ এজেন্সিগুলোর কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
এর আগে, ৩০ নভেম্বরের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে তাগিদ দেওয়া হয়েছিল।
এতে বলা হয়, হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি ও সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৫ সালে হজে গমনের জন্য পূর্ব ঘোষণা অনুসারে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনেচ্ছু ব্যক্তিরা তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করবেন।
প্রাথমিক নিবন্ধনের সময় সরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ-১ ও সাধারণ হজ প্যাকেজ-২ এর যে কোনোটি নির্বাচন করা যাবে। ৩০ নভেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধনের পাশাপাশি প্যাকেজের সম্পূর্ণ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধনও করা যাবে। তবে ৩০ নভেম্বর পরে প্রাথমিক নিবন্ধনের কোনো সুযোগ থাকবে না।
হজ প্যাকেজ নির্বাচনের পর আর প্যাকেজ পরিবর্তন করা যাবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor