হায়দরাবাদের নিজাম নবাব মীর ওসমান আলি খান

0
1
হায়দরাবাদের নিজাম নবাব মীর ওসমান আলি খান

প্রকাশিত : শনিবার ১৫ মার্চ, ২০২৫, খ্রিষ্টাব্দ।। ১লা চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ (বসন্ত কাল)।। ১৪ রমজান, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : ১৯৪৭ সালে হায়দরাবাদের নিজাম নবাব মীর ওসমান আলি খানকে শুধু ভারতেই নয়, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হত। ১৮৮৬ সালের এপ্রিল মাসে জন্মগ্রহণকারী মীর ওসমান তার পিতার মৃত্যুর পর ১৯১১ সালে হায়দ্রাবাদের সিংহাসনে আরোহণ করেন। ৭৭ বছর আগে নিজামের মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা।

বিখ্যাত ঐতিহাসিক ডমিনিক ল্যাপিয়ের এবং ল্যারি কলিন্স তাদের বিখ্যাত বই ‘ফ্রিডম অ্যান্ড মিডনাইট’-এ লিখেছেন যে হায়দরাবাদের নিজামের স্বাধীনতার সময় নগদ ২ মিলিয়ন পাউন্ডেরও বেশি নগদ ছিল। নিজামের প্রাসাদে খবরের কাগজে বান্ডিল-বান্ডিল নোট মুড়ে একটি থরে থরে রাখা হত।
বিখ্যাত টাইম ম্যাগাজিন ১৯৩৭ সালের ফেব্রুয়ারি সংখ্যায় নিজামকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বলে প্রথম পৃষ্ঠায় রেখেছিল। লক্ষ লক্ষ ‘টাকার ধুলো’ জমত নিজামের প্রাসাদে। প্রতি বছর ইঁদুর কয়েক হাজার পাউন্ডের নোট খেয়ে ফেলত, যার কোনও হিসাব ছিল না।
নিজামের প্রাসাদের ড্রয়ারে তার টেবিলে রাখা ছিল বিখ্যাত ‘জ্যাকব’ হীরাটি। এই মূল্যবান হীরাটি একটি লেবুর সমান ছিল এবং ২৮০ ক্যারেট ছিল, তবে নিজাম এই হীরাটিকে পেপারওয়েট হিসেবে ব্যবহার করতেন।
নিজামের বাগানে সোনার ইট বোঝাই ট্রাক থাকত। প্রাসাদে হীরে এবং রত্ন রাখার জন্য কোনও জায়গা অবশিষ্ট ছিল না। নীলকান্তমণি, পোখরাজ, হীরা, মুক্তো মেঝেতে কয়লার মতো ছড়িয়ে ছিটিয়ে থাকত।
নিজাম প্রায়শই ভয় পেতেন যে কেউ তাকে বিষ প্রয়োগ করবে এবং তার সম্পত্তি দখল করা হবে। তিনি যেখানেই যেতেন, সাথে একজন খাবারের স্বাদ পরীক্ষক নিয়ে যেতেন। প্রথমে তিনি খাবারের স্বাদ গ্রহণ করতেন, সব ঠিক থাকলে নিজাম খেতেন। ১৯৬৭ সালের ২৪ ফেব্রুয়ারি ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিজাম। তথ্য সূত্রঃ ইতিহাসের গল্প

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর।
আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন