স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আ.লীগের বিজয় শোভাযাত্রা

0
6
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আ.লীগের বিজয় শোভাযাত্রা

প্রকাশিত: শনিবার, ১৮  ডিসেম্বর ২০২১ইং।। ৪ঠা পৌষ  ১৪২৮ বঙ্গাব্দ (শীতকাল)।। ১৩ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের ‘বিজয় শোভাযাত্রা’ শুরু হয়েছে। বিজয় শোভাযাত্রা ঘিরে এরই মধ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকদের ঢল নেমেছে।

আজ শনিবার বেলা ২টার পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়।

বিজয় শোভাযাত্রাটি শাহবাগ, সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হবে। একে কেন্দ্র করে মৎস্য ভবন থেকে শাহবাগ পর্যন্ত যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু বিজয় শোভযাত্রার উদ্বোধন করে বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। অসাম্প্রদায়িক শক্তি থেমে নেই। তাদের রুখে দিতে সবাইকে এক থাকতে হবে।

এর আগে বিজয় শোভাযাত্রা বাস্তবায়ন নিয়ে শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জরুরি প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাহাঙ্গীর কবির নানক।

বিজয় শোভাযাত্রা সফল করতে সবার সহযোগিতা চেয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, ‘ঐতিহাসিক বিজয় শোভাযাত্রার জন্য জনগণের যে ট্রাফিক অসুবিধা হবে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা ঢাকার জনগণকে এই বিজয় শোভাযাত্রায় অংশ নেয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

নানক জানান, ঢাকার উত্তর প্রান্ত থেকে কর্মসূচিতে যোগ দিতে আসা দলীয় নেতা-কর্মীদের হাতিরঝিল, মগবাজার ও মৎস্য ভবনের সড়ক এবং ঢাকার দক্ষিণ প্রান্ত থেকে আগতদের গুলিস্তান, হাইকোর্ট মাজার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সড়ক ব্যবহার করতে হবে।

সাধারণ মানুষের চলাচলে যাতে বিঘ্ন না হয়, সেদিকটা মাথায় রেখে নেতা-কর্মীদের শোভাযাত্রায় অংশ নেয়ার আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা। সেই সঙ্গে শোভাযাত্রাটি বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন এবং বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার প্রতি সাংগঠনিক নির্দেশনাও দেয়া হয় বৈঠক থেকে।

নিউজটি শেয়ার করুন .. ..     

   (বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1          

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

 Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।   

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি বিক্রমপুর খবর পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা

     

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন