স্বর্গীয় অনিল কুমার মিত্রের শ্রাদ্ধানুষ্ঠান আজ

0
6
স্বর্গীয় অনিল কুমার মিত্রের শ্রাদ্ধানুষ্ঠান আজ

প্রকাশিত:শুক্রবার,১৪ ফেব্রুয়ারি ২০২০ ইং ।। ১ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর :মিজানুর রহমান ঝিলু, লৌহজং : বিক্রমপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক  ও লৌহজং বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অলক কুমার মিত্রের পিতা স্বর্গীয় অনিল কুমার মিত্রের আদ্য শ্রাদ্ধ লৌহজংয়ের হলদিয়ায় প্রয়াতের নিজ বাড়িতে  অনুষ্ঠিত হবে আজ। আত্মার পারলৌকিক শান্তি কামনায় ইতোমধ্যে মুন্সিগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি, অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য নূহু- উল -আলম লেনিন, বীর মুক্তিযোদ্ধা ঢালী মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থার এমডি আবুল কালাম আজাদ, বন শিল্প সংস্থার চেয়ারম্যান অতিরিক্ত সচিব আহসানুল জব্বার, রবীন্দ্র সংগীতশিল্পী মহাদেব ঘোষ,বিক্রমপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ, লৌহজং বঙ্গবন্ধু পরিষদের কোষাধ্যক্ষ, বিক্রমপুর খবর ডট কমের সম্পাদক ও প্রকাশক নাছির উদ্দিন আহমেদ জুয়েল, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরুদ্দিন উজ্জ্বল, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদ খান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল প্রয়াতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন তরুণ, লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গনী তালুকদার, ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন,জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস তালুকদার, হলদিয়া জাগরনী সংঘের সাধারণ সম্পাদক  বি,এম শোয়েব প্রমুখ সহ অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন, বঙ্গবন্ধু লৌহজং বঙ্গবন্ধু পরিষদ, লৌহজং বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন