প্রকাশিত : শুক্রবার,১৬ অক্টোবর ২০২০ইং ।। ৩১শে আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ২৯শে সফর,১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : লকডাউন কড়াকড়ির কারণে সৌদি আরবে বিভিন্ন দেশের প্রবাসি নাগরিকরা কাজ হারাচ্ছেন। স্থানীয় মিডিয়াগুলো বলছে লকডাউনের কারণে সৌদি আরবে কাজের চাহিদা ব্যাপক হ্রাস পেয়েছে।
তবে সৌদিতে কর্মসংস্থানের জন্যে নতুন ভিসা ইস্যু হলেও এসব ভিসায় কাজের সুযোগ পাওয়া যাচ্ছে মাত্র ৩ শতাংশ। তার মানে ভিসা ইস্যু হলেও এর ৯৭ শতাংশ অব্যবহৃত থাকছে।
সৌদি জয়েন্ট স্টক কোম্পানি জাদওয়া ইনভেস্টমেন্ট বলছে কোভিডের কারণে লকডাউন কড়াকড়ি ও ভ্রমণে বিধিনিষেধ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সবচেয়ে বড় বাধা।
জাদওয়া আরো বলছে শুধু প্রবাসী নয় সৌদি নাগরিকরাও কাজ পাচ্ছে না। কারণ বেসরকারি খাতে কোম্পানিগুলো কোভিড মন্দায় পড়ে গেছে। এখনো সৌদি অর্থনীতি পুনরুদ্ধারের কোনো লক্ষণ চোখে পড়ছে না। খুচরা ও পাইকারী ব্যবসায় ভোক্তা ব্যয়ের হার এখনো অনেক নিচে।
লকডাউন আংশিক প্রত্যাহার করে সৌদি কর্তৃপক্ষ কর্মসংস্থানের বাজার ফিরিয়ে আনার চেষ্টা করলেও খুব একটা সুবিধা হচ্ছে না। সৌদি তেল কোম্পানি আরামকো এবছর বার্ষিক লভ্যাংশ হিসেবে ৭৫ বিলিয়ন ডলার দেয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। ফলে পর্যটন, খাদ্য ও অন্যান্য শিল্পে মন্দা অব্যাহত রয়েছে।
তেলের দাম বৃদ্ধি না পাওয়া পর্যন্ত সৌদি বাজেটে ঘাটতি দূর হচ্ছে না বিধায় নতুন করে কর্মসংস্থান খাতে বরাদ্দ বা বিনিয়োগ সম্ভবও হচ্ছে না। দ্বিতীয় প্রান্তিকে তাই সৌদিতে বেকারত্বের হার ১৫.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা প্রথম প্রান্তিকে ছিল ১১.৮ শতাংশ।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’