সিরাজদীখানে প্রবাসীর স্ত্রীকে হত্যা

0
5
পাওনা টাকা চেয়ে দুবাইয়ে হত্যার শিকার হন শাওন

প্রকাশিত : বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, খ্রিষ্টাব্দ।।২১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল)।। ৩জমাদিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী.

বিক্রমপুর খবর : সিরাজদীখান প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদীখানে লিপি আক্তার (৩৫) নামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত

লিপি আক্তার মানবদিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আওলাদ হোসেনের স্ত্রী ও একই উপজেলার মালখানগর ইউনিয়নের নাইসিং গ্রামের নুরু শেখের মেয়ে। এদিকে রাতেই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। পরে বুধবার সকালে গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে থাকা বাথরুমে যান লিপি আক্তার।
তার আসতে দেরি হওয়ায় ৭ বছরের ছেলে মোঃ মুস্তাকিম ও ৩ বছরের মেয়ে আয়েশা আক্তার মা লিপি আক্তারের খোঁজে বাইরে যায়। এ সময় তারা মায়ের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে গৃহবধূ লিপির রক্তাক্ত লাশ দেখে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা এবং কি কারনে ওই গৃহবধূকে খুন করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হত্যার কারণ ও ঘাতকদের সনাক্ত করতে পুলিশ গভীর তদন্ত শুরু করেছে। তিনি বলেন, গৃহবধুর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

(বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন