সিরাজদিখানে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত

0
1
সিরাজদিখানে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত
প্রকাশিত: রবিবার ৭ নভেম্বর ২০২১ইং।।২২শে কার্তিক ১৪২৮বঙ্গাব্দ(হেমন্তকাল)।।৩০ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী।।

বিক্রমপুর খবর : সিরাজদিখান প্রতিনিধি : সিরাজদিখান উপজেলায় ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা সারে ১১ টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সিরাজদিখান উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে প্রশাসনের কর্মকর্তা সমবায় সমিতি সমূহের সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। পরে দুপুর সারে ১২টায় দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘ বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন ’ এর উপর উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর)আসনের সংসদ সদস্য মাহি বি চৌধুরী।সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, সিরাজদিখান থানা ওসি মোঃ বোরহান উদ্দিন, লতব্দী ইউপি চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন,  সমাজ সেবা কর্মকর্তা সুমন মধু, লতব্দী ইউপি সাবেক চেয়ারম্যান হাফিজ ফজলুলল হক, রশুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার, কেন্দ্রীয় সমবায়সমিতির সাধারণ সভাপতি নজরুল ইসলাম তালুকদার,উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,এডভোকেট আবু সাঈদ,শুলপুর কো-অপারেটিভ সমিতির সভাপতি সজল জন পিরিজ,জাহিদ হোসেন জাহিদ,সাগর এনথোনি বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজ সেবা কর্মকর্তা বিন্দু রানী পাল। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

যথাযোগ্য মর্যাদায় সমবায় দিবস পালনে বিস্তারিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে ‘সমবায় পুরস্কার ২০২০’ প্রদান করা হবে। এছাড়া দেশব্যাপী জেলা-উপজেলায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে দিনটি উদযাপন করা হবে।

বর্তমানে দেশে নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা এক লাখ ৯৬ হাজার ৩১৬টি। এসব সমবায় সমিতির সদস্য রয়েছেন এক কোটি ১৭ লাখ ৭ হাজার ৫১৪ জন। সমবায় সমিতির মূলধন ১৫ হাজার ৪৪২ কোটি ৫৪ লাখ ৫১ হাজার টাকা। সমিতির ভৌত সম্পদ রয়েছে তিন হাজার ৯০৮ কোটি ৬৯ লাখ ৪২ হাজার টাকা। বিনিয়োগকৃত সম্পদ এক হাজার ৭৫৫ কোটি ৩৫ লাখ ৬৯ হাজার টাকা। মজুত তহবিল এক হাজার ১১৪ কোটি ৯ লাখ ৪১ হাজার টাকা। অর্থাৎ সমবায় সমিতিগুলোর সর্বমোট ফান্ড হচ্ছে— ৬ হাজার ৭৭৮ কোটি ১৪ লাখ ৫১ হাজার টাকা। বিগত সময়ে সমবায় সমিতির মাধ্যমে প্রত্যক্ষভাবে ৯ লাখ ৬৩ হাজার ১৫১ জন মানুষের কর্মসংস্থান হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সম্প্রতি সমবায় অধিদফতর থেকে তাদের সার্বিক কার্যক্রম সম্পর্কে সংসদীয় কমিটিতে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়, দেশের সমবায় সমিতির ৩০ শতাংশই অকার্যকর। অবশিষ্ট ৭০ শতাংশ সমিতির মধ্যে প্রায় অর্ধেক অকার্যকর না হলেও কার্যক্রমের পরিধি তেমন বিস্তৃত নয়। ফলে অবদান দৃশ্যমান নয়। প্রতিবেদনে সমবায় খাতের সমস্যা হিসেবে নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা অনুযায়ী জনবল স্বল্পতা ও সমিতি ব্যবস্থাপনায় অনাকাঙ্ক্ষিত স্থানীয় প্রভাবের কথা উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আশির দশকে কৃষি সমবায় সমিতিগুলো খুবই কার্যকর থাকলেও বর্তমানে তা প্রায় নিষ্ক্রীয় অবস্থায় আছে। এছাড়া অন্যান্য সমিতির অবস্থাও একই ধরনের। তবে, মৎস্য সমবায় সমিতি, দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিডেট-সহ কিছু সক্রিয় সমিতিও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন .. ..  

   (বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1          

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

                                                                Login করুন : https://www.bikrampurkhobor.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন