সিরাজদিখানে মুক্তিযোদ্ধা গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

0
25
সিরাজদিখানে মুক্তিযোদ্ধা গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত:রবিবার,২২ জুন ২০১৯। ৮ই আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর:সিরাজদিখান প্রতিনিধি:  সিরাজদিখানে মুক্তিযোদ্ধা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জৈনসার জনকল্যাণ সংসদের আয়োজনে গতকাল শুক্রবার বিকালে উপজেলার জৈনসার ইউনিয়নের কাঁঠালতলী গ্রামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মধ্যপাড়া ইউনিয়ন একাদশকে ৯/২ গোলে হারিয়ে মোহাম্মদপুর ইয়ং বয়েজ চ্যাম্পিয়ন হয়। মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি. চৌধুরী প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।

মুক্তিযোদ্ধা ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও হকার্সলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর জমাদার স্বাধীনের সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন,বিকল্প যুবধারার কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান বাচ্চু,উপজেলা বিআরডিবি চেয়ারম্যান তাইজুল ইসলাম পিন্টু,জৈনসার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল খায়ের বেপারী প্রমুখ।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন