প্রকাশিত : সোমবার, ৬ এপ্রিল ২০২০ ইং ।। ২৩ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর : সিরাজদিখান প্রতিনিধি :মুন্সীগঞ্জ ১আসনের সাংসদ মাহি বি চৌধুরীর পক্ষ থেকে শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সামগ্রী ও পিপিই বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর দেড় টায় সিরাজদিখান উপজেলাস্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে, স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামানের হাতে চিকিৎসা সামগ্রী ১০ টি অক্সিজেন গ্যাস সিলিন্ডার, ১০ অক্সিজেন কেরিং ট্রলি, ১০ টি নেবুলাইজার মেশিন, ৩৫ টি পিপিই ও ২ টি জীবাণুনাষক স্প্রে মেশিন তুলে দেন এমপি’র পিএসও ওবাইদুল হক সোহাগ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসফিকুন নাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, বিকল্প যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুল মতিন হাওলাদার।
এর পরপর এমপির পক্ষ থেকে সিরাজদিখান থানা ওসি মো. ফরিদ উদ্দিনের হাতে ৫টি পিপিই ও ২টি স্প্রে মেশিন এবং সিরাজদিখান প্রেসকাবের সভাপতি ইমতিয়াজ উদ্দিন ও সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যোবায়েরের হাতে ৫ টি পিপিই তুলে দেন বিকল্প যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু।
এছাড়া বেলা ১১ টার দিকে শ্রীনগর হাসপাতালে চিকিৎসা সামগ্রী ও পিপিই এরপর শ্রীনগর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও শ্রীনগর সাংবাদিকদের হাতে পিপিই তুলে দেন তারা ।
Montobbo korar kisu nei. Okhane bises Kore Louhojong thana related onekei Porer jaega/jomi mere khasse. Ebong ashe pasher elakar jomio. Erai jara Porer sompotti dokhol Kore bonsho porosporae mane bapdada theke tarai ei ajaber jonno onekangehe dai. Prokriti kawake Sarena. Dekhle dekha jae chor batpargulo jar jomi mere khae she hoeto bina cikitsae Mara jae. Eder karone onnorao vuktovogi hoe. Mail open hoena haked