প্রকাশিত:বুধবার,৬মার্চ ২০১৯।
বিক্রমপুর খবর: অনলাইন ডেস্ক:গত ৩মার্চ রবিবার সিরাজদিখানে হযরত পাঁচ পীর শাহ্ (রঃ) এর ১শ ১তম বাৎসরিক ৩দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক রবিবার শেষ হয়েছে গত ৩ মার্চ ।এদিন কানন দেওয়ান বনাম পাখি সরকারের পালাগানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
১ মার্চ ২০১৯ প্রথম দিনে মিলাদ মাহফিল,শানে কাওয়াল, চাদর ছড়ানোর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
২ মার্চ শনিবার ২০১৯ অনুষ্ঠানের ২য় দিনে শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টায় মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় পালাগান অনুষ্ঠিত হয়ে ভোর রাতে শেষ হয়। গান পরিবেশন করেন আক্কাস দেওয়ান বনাম আঁখি দেওয়ান। এর আগে রাত সাড়ে ৯ টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ।
হযরত পাঁচ পীর শাহ্ (রঃ)মাজার কমিটির সভাপতি আঃ খালেক শিকদারের সভাপতিত্বে সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন উদযাপন কমিটির আহবায়ক বিল্লাল হোসেন ও সদস্য সচিব জাহিদ শিকদার।
এ সময় অনুষ্ঠানে আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান থানা ওসি ফরিদ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি কে. এন. ইসলাম বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন, ইছাপুরা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আঃ মতিন হাওলাদার, রসুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, রসুনীয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সারোয়ার এ আলম, লতব্দী ইউপি সাবেক চেয়ারম্যান হাফেজ ফজলুল হক প্রমুখ।