প্রকাশিত : বুধবার, ৬ মে ২০২০ ইং ।। ২৩ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ।। ১২ রমজান ১৪৪১
বিক্রমপুর খবর : নাছির উদ্দিন ,সিরাজদিখান থেকে : মুন্সীগঞ্জের সিরাজদিনে করোনা দুর্যোগ ও রমজান উপলক্ষে কর্মহীন অসহায় প্রায় ৪শত পরিবারের মাঝে মানবতার সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যুবলীগ নতা আল-আমীনের ব্যক্তিগত অর্থায়নে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার থেকে বুধবার দুপুর ১ টায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১ কেজি আটা,১ কেজি ডাল,১ কেজি চিনি,১ কেজি লবন,১ কেজি তেল, ১ প্যাকেট লাচ্ছা সেমাই,১ প্যাকেট নুডুলস,১প্যাকেট চিপস,১ প্যাকেট বিস্কুট ও ১টি করে সাবান দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক বাসাইল ইউপি সদস্য হাজী শাহ্ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে সকাল ১০টায় উপজেলার জৈনসার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদুর ব্যাক্তিগত উদ্যোগে ১৪শত অসহায়, কর্মহীন ও নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহি উদ্দিন আহমেদ উপস্থিত থেকে উইনিয়নের ৯টি ওয়ার্ডের মানুষের মাঝে এ ত্রান সমগ্রী বিতরণ করেন।