সিরাজদিখানে নতুন করে ৩ জন করোনায় শনাক্ত, সুস্থ্য হয়েছেন ১১ জন

0
10
মুন্সীগঞ্জে আজ ৫১ জনের করোনা শনাক্ত, জেলায় মোট ২১০৬

প্রকাশিত : রবিবার,২৪মে ২০২০ ইং ।। ১০ই জ্যৈস্ঠ  ১৪২৭ বঙ্গাব্দ।। ৩০ রমজান ১৪৪১

বিক্রমপুর খবর : সিরাজদিখান প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানে  শনিবার বিকালে নতুন করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ১১ জন। সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য র্কমর্কতা ডা: বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রশুনিয়া  ইউনিয়নের  সন্তোষ পাড়া গ্রামের ৩৩ ও ২৫  বছর বয়সের  দুই পুরুষ এবং বালুচর ইউনিয়নের ৫৭ বছরের ১ ইউপি সদস্যসহ ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৫ জন ।

এদিকে, করোনা আক্রান্ত আরও সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন । এ নিয়ে এ উপজেলায় মোট ৪৪ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরলেন । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন চিকিৎসক, ৪ জন নার্স. লতব্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফেজ মো.ফজলুল হক, সিরাজদিখান থানা ডিএসবির আবুল বাসার ,একজন নার্সের স্বামী এবং পল্লি বিদ্যুৎ অফিসের  ৩ জন কর্মকর্তা আজ সুস্থ্য হয়ে বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য র্কমর্কতা ডা: বদিউজ্জামান ।  তিনি আরও বলেন  দুই দফায় নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে তারা করোনা মুক্ত বলে জানানো হয়েছে।নিউজটি শেয়ার করুন..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন