প্রকাশিত: সোমবার,২৪ মে ২০২১ইং।। ১০ই জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ (গ্রীস্মকাল)।
বিক্রমপুর খবর:মোঃ তুষার আহম্মেদ,সিরাজদিখান : সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নে আদিযুগ থেকে চলে আসা আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে টেটা বল্লমের সংঘর্ষের শেষ কোথায়? কোন দিন কি, শেষ হবে এই টেটা বল্লমের সংঘর্ষ? এমনটাই প্রশ্ন তুলেছেন ওই এলাকার হাজার হাজার নিরহ মানুষ।
বিষয়টি নিয়ে রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে প্রশাসনের লোকজন স্থানীয় ভাবে বহুবার মিমাংসা করে দেওয়া হলেও এখন পর্যন্ত কেউ কোন সুরাহা দিতে পারেন নি। এমনকি কয়েকদিন আগে বর্তমান টেটা বল্লম সংঘর্ষের মূল হোতাদের সিরাজদিখান থানায় ডেকে এনে সুরাহা করার চেষ্টা করলে তারা মন থেকে মেনে নেন নি। তলে তলে তারা সংঘর্ষের পায়তারা চালিয়েই যাচ্ছে। এমনকি তারা তাদের লোকজন দিয়ে দেশীয় অস্ত্র মজুদ এবং সংগ্রহ করছেন।
এব্যপারে ওই এলাকার একাধীক গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বালুচর বাজারের ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে প্রতিনিয়তই সংঙ্কায় দিন কাটাচ্ছেন। কখন যেন আবার শুরু হয়ে যায় এই টেটা বল্লম সংঘর্ষ। তারা মনে করছেন বাজারের ইজারা এবং ইট ভাটাকে নিয়েই এই সংঘর্ষ ঘটে।
নুরু বাউল জানান, আমাদের পূর্ব পুরুষ থেকেই চলে আসছে টেটা বল্লম সংঘর্ষ। আমরাও নিজেদের সম্পদ এবং নিজের বংশের লোকদের রক্ষা করতে টেটা সংঘর্ষে জড়িত হতে হয়েছে। তবে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি এই টেটা বল্লম সংঘর্ষ যেন আর না হয়।
আলেক মুন্সী জানান, টেটা বল্লম সংঘর্ষ করার আমাদের কোন ইচ্ছাই নাই। তারপরও টেটা বল্লম সংঘর্ষে জড়িত হতে হয় নিজের বাপ দাদার সম্পদ রক্ষার্থে। আপনারা জানেন বিগত দিনে আমার ও আমার বংশের জমি এবং ইট ভাটা জোর করে দখল করে নিয়ে গেছে আমাদের প্রতিপক্ষ।
আমার বংশের ২৮টি বসত ঘর আগুন দিয়ে পুড়ে ফেলেছিল প্রতিপক্ষের লোকজন। প্রতিনিয়তই আমাদের ভয়ের ভিতরে থাকতে হয় কখন জানি আবার সেগুলো ধংশ করে দেয় তারা। আমি বর্তমানের বালুচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হয়েও এ নির্যাতনের স্বীকার। আমি প্রশাসন এবং রাজনৈতিক ব্যক্তিদের অনুরোধ করবো যেন এই টেটা বল্লম সংঘর্ষের ইতি টানার জন্য।
কাশেম নেতা জানান, টেটা বল্লম সংঘর্ষের কোন প্রয়োজন আমাদের নেই। আমাদের এমন কেউ যদি আসতো এই টেটা বল্লম সংঘর্ষ বন্ধ করার জন্য তাহলে আমরা তার কাছে আজিবন কৃতজ্ঞ থাকতাম।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email bikrampurkhobor@gmail.com