সিরাজদিখানে এক নারীকে ধর্ষণের দায়ে ৩ ধর্ষক গ্রেফতার

0
32
সিরাজদিখানে এক নারীকে ধর্ষণের দায়ে ৩ ধর্ষক গ্রেফতার

প্রকাশিত:  শনিবার,৭ সেপ্টেম্বর ২০১৯,২৩শে ভাদ্র,১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর: সিরাজদিখান প্রতিনিধি: সিরাজদিখানে ২৭ বছর বয়সী এক নারীকে ধর্ষণের দায়ে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলোমুন্সীগঞ্জ সদর থানার বণিক্যপাড়ার নুরু ইসলাম মুন্সীর ছেলে ধর্ষক মো. জয়নাল আবেদীন (৪০), সহযোগী একই গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মো. দিদার হোসেন (৩৩) ও উপজেলার ইছাপুরা এম.জে রিসোর্টের কর্মচারী সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার রবিউল ইসলামের ছেলে আবু হাসান লিমন (৩২) । তাদেরগতকাল শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ধর্ষিতাকেও মেডিকেল পরীক্ষার জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

ধর্ষিতার লিখিত অভিযোগ থেকে জানা যায়,সদর থানার সিপাই পাড়ায় তাদের ভাড়া বাসার পাশে লম্পট জয়নাল আবেদীনের ঔষধের দোকান। ঔষধ কেনার সুবাদে তাদের পরিচয়। তার স্বামী পেশায় কাঠ মিস্ত্রি। বিদেশ যাওয়ার জন্য স্বামীর আরো ১ লাখ টাকার প্রয়োজন। জয়নাল তাকে অগ্রনী ব্যাংক থেকে ১লাখ টাকা লোন উঠিয়ে দেওয়ার কথা বলে। তাই ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় দোকানে আসার পর তাকে সিরাজদিখান উপজেলার এম জে রিসোর্টে নিয়ে যায় জয়নাল। তাকে মারধর করেদুপুর ২ টা পর্যন্ত আটকে রেখে জোর পূর্বক একাধিকবার ধর্ষণ করে। ধর্ষিতা বাড়ি গিয়ে স্বামী ও মা-বাবাকে বিষয়টি অবগত করে। পরদিন সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করলে ধর্ষক ও সহযোগী ২ জনকে পুলিশ গ্রেফতার করে।

এ ব্যাপারে সিরাজদিখান থানার উপ-পরিদর্শক মো. সবুর খান জানান, আসামীদের আদালতে পাঠানো, বাদীনিকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয় এবং মামলা হয়েছে।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন