সাজেকে আগুন, ৫ রিসোর্ট ও ২ রেস্টুরেন্ট পুড়ে ছাই

0
41
সাজেকে আগুন, ৫ রিসোর্ট ও ২ রেস্টুরেন্ট পুড়ে ছাই

প্রকাশিত: বৃহস্পতিবার ২ ডিসেম্বর ২০২১ইং।। ১৮ অগ্রাহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ (হেমন্ত কাল)।২৪ রবিউস সানি ১৪৪৩ হিজরী।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোর রাত ৪টায় এই ঘটনা ঘটে। এতে চারটি রিসোর্ট, দুটি রেস্টুরেন্ট ও একটি বসত বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে অবকাশ রিসোর্ট থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তেই আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে গেলে অবকাশ রিসোর্ট, সাজেক ইকো ভ্যালী রিসোর্ট, মেঘ ছুট রিসোর্ট, মনটানা রিসোর্ট, মারুতি রেস্টুরেন্ট, জাকারিয়া লুসাইয়ের বাসাসহ নির্মাণাধীন একটি রিসোর্ট পুড়ে যায়।

এ বিষয়ে সাজেক রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই বলেন, ‘এতে আনুমানিক ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

আগুনে আনুমানিক ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছেআগুনে আনুমানিক ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। সেনাবাহিনীর সহায়তায় বড় ধরনের বিপদ হতে রক্ষা পাওয়া গেছে। দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। গভীর রাতে আগুনের সূত্র পাত হওয়ায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে, এতে ভয়ে পর্যটকেরা ছোটাছুটি শুরু করেন। এখনও পর্যন্ত কোনো ধরনের হতাহতের সংবাদ পাওয়া যায়নি। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের দুই ঘণ্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।’

নিউজটি শেয়ার করুন .. ..    

(বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1          

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।        

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন