প্রকাশিত : রবিবার, ২১ জুন ২০২০ ইং ।। ৭ই আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : সপরিবারে করোনায় আক্রন্ত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খান। তার স্ত্রী, পুত্র ও পুত্রবধূ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার রাতে আবেদ খান নিজেই এ তথ্য জানিয়েছেন।
আবেদ খান জানান, কোভিড-১৯ এর লক্ষণ দেখা দেয়ায় তার পরিবারের চার জন নমুনা পরীক্ষা দেন। আজ শনিবার পাওয়া রিপোর্টে দেখা যায় তারা সবাই করোনা পজিটিভ।
৭৫ বছর বয়সী আবেদ খান বর্তমানে দৈনিক জাগরণ পত্রিকার সম্পাদক। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবির চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন তিনি। দৈনিক ইত্তেফাকে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন আবেদ খান। ভোরের কাগজ, সমকাল, কালের কণ্ঠেরও সম্পাদক ছিলেন তিনি। তার স্ত্রী সানজিদা আক্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারপারসন।
নিউজটি শেয়ার করুন .. ..