সমুদ্রের ৮৫০ মিটার গভীরে অবস্থান নিখোঁজ সেই সাবমেরিনটির

0
13
সমুদ্রের ৮৫০ মিটার গভীরে অবস্থান নিখোঁজ সেই সাবমেরিনটির

প্রকাশিত: সোমবার, ২৬ এপ্রিল ২০২১ইং।। ১৩ই বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ(গ্রীস্মকাল)১৩ রমজান ১৪৪২ হিজরী

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :গত সপ্তাহে নিখোঁজ হওয়া ইন্দোনেশিয়া নৌবাহিনীর সাবমেরিনটিকে তিন খণ্ড টুকরো অবস্থায় সমুদ্রের তলায় পাওয়া গেছে। সাবমেরিনটিতে যে ৫৩ জন ক্রু ছিলেন তাদের সকলেই মারা গেছেন।

আজ রোববার দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
তারা বলেন, সাবমেরিনটি সমুদ্রের ৮৫০ মিটার গভীরে ডুবে গেছে। এটির কাছ থেকে তারা বার্তা পেয়েছেন।
সিঙ্গাপুরের কাছ থেকে ধার নেওয়া একটি উদ্ধারকারী জাহাজের সাহায্যে ছবি তুলে তারা এ বিষয়ে নিশ্চিত হয়েছেন।
২৪ এপ্রিল সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জাহাজের কিছু ধ্বংসাবশেষ ও জায়নামাজের মতো কিছু জিনিস উদ্ধার করার পর তারা নিশ্চিত হন যে জাহাজটি ডুবে গেছে।
স্ক্যান থেকে পাওয়া তথ্যে জানা গেছে, সাবমেরিনটি সমুদ্রের ৮৫০ মিটার গভীরে ডুবন্ত অবস্থায় রয়েছে। সচল অবস্থায় এত গভীরে যাওয়ার সক্ষমতা এই সাবমেরিনের নেই।
কর্মকর্তারা বলছেন, জাহাজটি যখন নিখোঁজ হয়ে যায় তখন তাতে তিন দিনের অক্সিজেন মজুদ ছিলো।
ইন্দোনেশিয়ায় নৌবাহিনীর প্রধান ইয়ুডো মারগোনো বলেছেন, যেখান থেকে সাবমেরিনটি নিখোঁজ হয়েছে তার কাছেই এর কিছু অংশ পাওয়া গেছে।
তিনি জানান, স্ক্যান করে দেখা গেছে সাবমেরিনটি সমুদ্রের যতোটা গভীরে চলাচল করতে পারে, তারচেয়ে অনেক এটি গভীরে তলিয়ে গেছে। একারণেই তারা সাবমেরিনটি ডুবে যাওয়ার কথা ঘোষণা করছেন।
বুধবার সকালে বালি দ্বীপের কাছে টর্পেডো মহড়ার অনুমতি চাওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎ করে সাবমেরিনটি নিখোঁজ হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন