প্রকাশিত: শুক্রবার, ৪ ফেব্রুয়ারি ২০২২ইং।। ২১ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ (শীতকাল)।। ১ রজব ১৪৪৩ হিজরি।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : সউদী আরবের প্রতীকী সবুজ জাতীয় পতাকা, তলোয়ার খচিত জাতীয় প্রতীক এবং জাতীয় সঙ্গীতে ছোটখাটো পরিবর্তন করা হতে পারে মনে করা হচ্ছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সোমবার রাজ্যের পরামর্শক শুরা কাউন্সিল এ বিষয়ে একটি খসড়া সংশোধনীর পক্ষে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে। জাতীয় পতাকা, প্রতীক ও সঙ্গীতের ২৩ অনুচ্ছেদের অধীনে কাউন্সিলের সদস্য সা’দ সালিব আল ওতাইবি এই খসড়া কাউন্সিলের কাছে উত্থাপন করেন।
সবক তার রিপোর্টে বলেছে, বেসিক ল’ অব গভর্নেন্সের ৪ অনুচ্ছেদে গুরুত্বপূর্ণ প্রয়োজন মেটানোর অনুষঙ্গ হিসেবে জাতীয় সঙ্গীতকে সংজ্ঞায়িত করে এবং সিস্টেমের বিধানগুলোর বিশদ বর্ণনা করে- এমন একটি ব্যবস্থার অভাব পূরণ করা প্রয়োজন।
এতে আরও বলা হয়, জাতীয় প্রতীক ব্যবহারের জন্য নির্ধারক এবং নিয়ন্ত্রণ স্থাপন প্রয়োজন। তা লঙ্ঘনের ক্ষেত্রে প্রয়োগ করা জরিমানার বিধান নির্ধারণ করতে হবে। সূত্র: এবিসি নিউজ।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’