শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনে ৩টি স্মার্ট মোটরসাইকেল প্রদান

0
19

:: বিক্রমপুর খবর ::

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০১৮ |

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনে সরকারের পক্ষ থেকে নির্বাচনকালীন অগ্নি সহিংসতা মোকাবেলায় অত্যাধুনিক ৩টি স্মার্ট মটর সাইকেল প্রদান করা হয়েছে। ২৮ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলা পরিষদ থেকে মটর সাইকেল গুলো শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনে হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ জাহিদুল ইসলাম। এ সময় শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ আরিফুজ্জামান শেখ মোটর সাইকেল গুলো গ্রহন করেন।
স্টেশন অফিসার মোঃ আরিফুজ্জামান শেখ সাংবাদিকদের বলেন, অত্যাধুনিক ওয়াটার মিক্সড ৩টি নতুন মোটর সাইকেল শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনে যোগ হলো। বাইক গুলো মহড়ার জন্য যাত্রা শুরু করেছে। নির্বাচনকালীন সহিংসতা মোকাবেলায় স্মার্ট মটর সাইকেল গুলো দ্বারা দ্রুত ছোট ও মাঝারী ধরনের অগ্নিকান্ডে আগুন নিভানো সম্ভব।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন