প্রকাশিত : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, খ্রিষ্টাব্দ।। ১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ(হেমন্তকাল)।।১২ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : শ্রীনগর প্রতিনিধি : শ্রীনগরের হাসাড়ায় ৩ ঘণ্টার চেষ্টায় পরিত্যক্ত ফিলিং স্টেশনের সাড়ে ৭ ফুট নিচে তেলের ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
মৃত মো. জুনায়েদ (১২) হাসাড়া এলাকার নয়াপাড়ার নুর হোসেনের পুত্র। ২ দিন আগে বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিলো সে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের গুদাম পরিদর্শক দেওয়ান আজাদ জানান, হাসাড়া ফিলিং স্টেশন নামের ওই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ট্যাংকারের ভেতরে সৃষ্টি হয় বিষাক্ত গ্যাস। উদ্ধার অভিযান পরিচালনার সময় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে ফায়ার সার্ভিস কর্মী মো. রাসেল (২২) দগ্ধসহ আহত হন ৪ জন।
আহত অপর ৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন বলে জানান শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশিকা কবির।
উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থার কথা জানিয়েছেন শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com