প্রকাশিত : শুক্রবার ৭ মার্চ, ২০২৫, খ্রিষ্টাব্দ।। ২২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ( বসন্ত কাল)।। ০৬ রমজান, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : শ্রীনগর প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে পরকিয়া প্রেমিকের মাথার চুল কেটে দিয়ে ও কান কামড়ে ছিড়ে নিয়েছে প্রেমিকার শ্বশুর। বুধবার (৫মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের বাড়ৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত প্রেমিক মাদ্রাসার শিক্ষক শরিফুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
পরকিয়া প্রেমিক শরিফুল ইসলাম (২৫) ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কাশিনাথপুর এলাকার হাজী আঃ ছাত্তারের ছেলে। সে ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলার গোলাম মহিউদ্দিন নামক একটি মাদ্রাসার শিক্ষক।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মাদ্রাসা শিক্ষক শরিফুল ইসলামের মাদ্রাসার ছাত্রী তফা (৬) কে তাদের বাড়িতে গিয়ে প্রাইভেট পড়ানোর সুবাদে ছাত্রী তফার মায়ের সাথে পরকিয়ার সম্পর্ক গড়ে উঠে।
এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শাকিল আহম্মেদ বলেন, ভিকটিম ঢাকায় চিকিৎসাধীন আছেন। ভিকটিমের এখানে কেউ নেই। চিকিৎসা শেষে ভিকটিমের অভিযোগ পেয়ে আইনগত ব্যবস্থা করা হবে।
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com