শ্রীনগরে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম কারাগারে

0
10
শ্রীনগরে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম কারাগারে

প্রকাশিত: শনিবার, ৩এপ্রিল ২০২১ইং।। ২০শে চৈত্র  ১৪২৭ বঙ্গাব্দ (বসন্তকাল)।। ২০ শা’বান ১৪৪২হিজরী

বিক্রমপুর খবর : শ্রীনগর প্রতিনিধি : মুন্সিগঞ্জের শ্রীনগরে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আমিনুল ইসলাম (২৮) নামের এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ এপ্রিল) উপজেলার হরপাড়া এলাকা থেকে গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।মো. আমিনুল ইসলাম উপজেলার হরপাড়া গ্রামের বাইতুল আকসা জামে মসজিদের ইমামতি করেন। তিনি বাগেরহাটের কচুয়া উপজেলার কাকার বিল গ্রামের আবদুস সালাম মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে হরপাড়া এলাকার বাইতুল আকসা মসজিদের মক্তবে একটি ছেলে ও ১০ বছরের একটি মেয়ে পড়তে যায়। এসময় মসজিদের ইমাম আমিনুল ইসলাম কৌশলে মেয়েটিকে নিজ কক্ষে নিয়ে ধর্ষণচেষ্টা করে। শিশুটি প্রতিবাদ করলে আমিনুল তাকে চকলেট খাওয়ার জন্য টাকা দিতে চায় ও বিষয়টি কাউকে বলতে নিষেধ করে। শিশুটি টাকা না নিয়ে বাড়িতে গিয়ে স্বজনদের বিষয়টি জানায়।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন