প্রকাশিত: মঙ্গলবার,১৮ সেপ্টেম্বর ২০১৯ ইং।।৩রা আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর: শ্রীনগর প্রতিনিধিঃ শ্রীনগর উপজেলায় চাঁদা না পেয়ে এক লন্ডন প্রবাসীর উপর হামলা করে গুরুতর আহত করেছে। গত ১৫ সেপ্টেম্বর/২০১৯ শনিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার উত্তর মান্দ্রা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত লন্ডন প্রবাসী জাকির হোসেনও তার ভাতিজা মনির বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়,উপজেলার ১০৫ কামারগাঁও মৌজাস্থিত ১৯৮১ নং দাগের ৩৭ শতাংশ সম্পত্তির মালিক উত্তর মান্দ্রা গ্রামের লন্ডন প্রবাসী জাকির হোসেন। কামারগাঁও গ্রামের আব্দুর রউফ ও হালিম বেপারী গং এ সম্পত্তি জোর পূর্বক দখল করার চেষ্টা করলে জাকিরের বৃদ্ধা মা মানিকি বেগম বাদী হয়ে বিজ্ঞ দেওয়ানী আদালতে আঃ রউফ গংদের বিরুদ্ধে পিটিশন মোকদ্দমা নং-৬৬৮/১৫ দায়ের করেন। আঃ রউফ ও হালিম বেপারীগং এর বিরুদ্ধে দেওয়ানী মোকদ্দমা দায়ের করায় বাড়ীতে থাকা জাকির হোসেনের বৃদ্ধা মা ও বোনের নিকট আঃ রউফগং নগদ ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদার টাকা না দেওয়াতে আঃ রউফগং তাদেরকে বিভিন্ন ভাবে ক্ষতি সাধনের চেষ্টায় লিপ্ত থাকে। গত ৬ সেপ্টেম্বর/২০১৯ তারিখ জাকির হোসেন লন্ডন হতে ছুটিতে বাড়ীতে আসলে আঃ রউফগং তার লোকজন নিয়ে জাকির হোসেনের কাছে ঐ ৫ লক্ষ টাকা চাঁদা চেয়ে বলে আমাদেরকে ৫ লক্ষ টাকা চাঁদা দিয়ে দাও আমরা তোমাদের জমিতে আসবো না আর না দিলে তোকে দেখে নিব বলে শাসিয়ে যায়। জাকির ও তার পরিবার চাঁদা না দেওয়ায় আঃ রউফ ও হালিম বেপারীসহ রোমান মোল্লা, মাসুদ বেপারী, আবু কালাম, শামীম, রুবেল, সিরাজ, রাকিব ও মহি মোল্লা গং হাতে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে গত ১৫ সেপ্টেম্বর/১৯ তারিখ সন্ধ্যা ৬ টার দিকে লন্ডন প্রবাসী জাকিরের বাড়ীতে এসে তাকে অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকে। জাকির গালমন্দ করিতে নিষেধ করায় আঃ রউফ গং জাকিরসহ তার বৃদ্ধা মা ও বোন,ভাতিজা মনিরের উপর হামলা করে এবং তাদেরকে হত্যার উদ্দেশ্যে এলোথারীভাবে লোহার রড,লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। ঐ সময় জাকিরে বোন জামাই,চাচী তাদেরকে রক্ষা করার জন্য আগাইয়া আসলে তাদেরকেও মারপিট করে আহত করে। আঃ রউফ গং জাকিরের বোনের গলার স্বর্ণের চেইন নিয়ে তার পরনের কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানী করে। ঘরে থাকা ষ্ট্রীলের আলমারীতে রক্ষিত নগদ টাকা,স্বনালংকার নিয়ে ঘরের আসবাপত্র ভাংচুর করে ক্ষতি সাধন করে। স্থানীয় লোকজন আগাইয়া আসলে তারা জাকিরকে খুন করার হুমকি দিয়ে চলে যায়।
বর্তমানে গুরুত্বর জখম প্রাপ্ত জাকির হোসেন ও ভাতিজা মনির চিকিৎসার জন্য বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।
এই ঘটনায় লন্ডন প্রবাসী জাকিরের মা মানিকি বেগম বাদী হয়ে আঃ রউফসহ ১১জনকে বিবাদী করে থানায় একটি অভিযোগ করেন। যাহার প্রেক্ষিতে শ্রীনগর থানার মামলা নং-১২। এব্যাপারের শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ আলীর কাছে জানতে চাইলে,তিনি বলেন এ ঘটনায় নিয়মিত মামলা রের্কড হয়েছে। তদন্তকারী কর্মকর্তা আসামীদের গ্রেফতারে জন্য সচেষ্ট রয়েছে।