শ্রীনগরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

0
9
শ্রীনগরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত : শনিবার, ৩০ মে ২০২০ ইং ।। ১৬ই জ্যৈস্ঠ  ১৪২৭ বঙ্গাব্দ।।

বিক্রমপুর খবর : শ্রীনগর প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার খাহ্রা আদর্শ ডিগ্রি কলেজের এক ছাত্রী আত্মহত্যা করেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের মদনখালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই কলেজের এইচএসসি পরিক্ষার্থী মুক্তা আক্তারের (১৭) সাথে তারই সহপাঠী মোঃ সাইম এর প্রেমের সম্পর্ক ছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাইম তার এক বন্ধুর মাধ্যমে মুক্তাকে বিয়ের জন্য বাড়ি থেকে বের হয়ে আসতে বলে। মুক্তা বাড়ি থেকে বের হয়ে সাইমের কাছে চলে আসে। প্রায় ৩ ঘন্টা পর সাইম জানায়, এখন সে বিয়ে করতে পারবে না। এ নিয়ে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়। পরে সাইমের কয়েকজন বন্ধু মিলে রাত সাড়ে ৯টার দিকে মুক্তাকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য একটি স’মিলের সামনে নিয়ে আসে। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ মিলে মুক্তার বাবা মদনখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আসাদুজ্জামানের কাছে তার মেয়েকে বুঝিয়ে দেয়। রাত আড়াইটার দিকে আসাদুজ্জামানের স্ত্রী রোজা রাখার জন্য ঘুম থেকে জেগে দেখতে পান তার মেয়ের লাশ ঝুলছে। শুক্রবার সকালে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। ঘটনার পর থেকেই সাইম পলাতক রয়েছে। তার বাবার বাড়ি ফরিদপুর। সে খাহ্রা এলাকায় তার নানা মুজিবুর রহমানের বাড়িতে থেকে পড়ালেখা করত।
মুক্তার লাশ উদ্ধারকারী শ্রীনগর থানার এসআই আশিক জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন