প্রকাশিত:বুধবার,১৩ জানুয়ারি ২০২১ইং।। ২৯শে পৌষ ১৪২৭ বঙ্গাব্দ(শীতকাল)।। ২৮শে জমাদিউল-আউয়াল,১৪৪২হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুনকে আওয়ামী লীগের দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ লুৎফর রহমান দলীয় প্যাডে লিখিত ভাবে তাকে দল থেকে অব্যাহতি প্রদান করেন।
বিগত ইউনিয়ন, পৌরসভা,উপজেলা পরিষদ নির্বাচনে যাহারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সাধারণ ক্ষমা করার কারণে প্রাথমিক সদস্য ফিরে পাবেন। স্ব-পদে বহাল থাকতে পারবেন না। বিগত ৩১ শে মার্চ ২০১৯ তারিখে অনষ্ঠিত শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মশিউর রহমান মামুন দলীয় সিদ্ধান্ত অমান্য করে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর বিরদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তাকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। তবে তার সদস্যপদ বহাল থাকবে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’