শিমুলিয়া-বাংলাবাজার ফেরি ঘন কুয়াশায় বন্ধ

0
8
শিমুলিয়া-বাংলাবাজার ফেরি ঘন কুয়াশায় বন্ধ

প্রকাশিত: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ইং ।। ৩০শে অগ্রাহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)। ২৯শে রবিউস-সানি,১৪৪২ হিজরী।

বিক্রমপুর খবর : লৌহজং সংবাদদাতা : পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার ভোর ৬টা থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ভোরে হঠাৎ কুয়াশা পড়ায় নদী পারাপাররত ৪-টি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়ে।

এদিকে ফেরি বন্ধ হওয়ায় শিমুলিয়া ঘাটে আটক পড়েছে আড়াই শতাধিক পণ্য ও যাত্রীবাহী যানবাহন। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমদে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে কুয়াশা পড়ায় মার্কিং বাতির আলো ঝাপসা হয়ে আসলে ফেরি চলাচল অসম্ভব হয়ে পড়ে। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে। নৌরুটের মোট ১৪টি ফেরি মধ্যে ৪টি ফেরি মাঝ পদ্মা ও বাকিগুলো দুই ঘাটে নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

নিউজটি শেয়ার করুন .. ..                    

‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন