প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০ইং ।। ২১ই ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ১৬ই মুহররম,১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : দক্ষিণবঙ্গের ২১টি জেলার প্রবেশদ্বার মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
ফেরি চলাচলের বিষয়ে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের বিপরীত বক্তব্য পাওয়া গেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ফেরিঘাটগুলোর সামনে পণ্যবাহী ট্রাকগুলোর দীর্ঘসারি। কেউ গাড়ির ভেতর ঘুমিয়ে আছেন কেউ আবার ট্রাকের পাশে বসে আছেন। আবার গাড়ি ধুয়ে মুছেও রাখছেন অনেকেই। শিমুলিয়া ঘাট ছেড়ে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে যাওয়ার টাকাও নেই এসব ট্রাক চালকদের। ঘাটে যাত্রীবাহী গাড়ি নেই। ঢাকার বাসা ছেড়ে মালামাল নিয়ে আসা কয়েকটি পিকআপ ভ্যানও আটকা পড়ে আছে। পরিবার নিয়ে দুঃশ্চিন্তার মধ্যে আছেন তারা। ৮-১০ দিন ধরে ঘাটে অবস্থান করে অনেকেই অর্থসংকটে আছেন। ঘাটকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানগুলোও বিপাকে পড়েছে। অন্যদিকে সময় হাতে পেয়ে ফেরিগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন করছেন কর্মচারীরা।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল জানান, রোববার (৬ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর ও কুমিল্লা ক্যাটাগরির কয়েকটি ফেরি পরীক্ষামূলকভাবে চালু করা হতে পারে। এরপর সেগুলো ঠিকমতো চলাচল করলে রো রো ফেরি চালু করার কথা ভাবা যেতে পারে। শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে বর্তমানে ১৩টি ফেরি আছে। ৩টি ফেরি দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে পাঠানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিআইডব্লিউটিসির এক কর্মকর্তা জানান, ৮-৯ ঘণ্টা ফেরি চালাতে জ্বালানি অনেক বেশি লাগবে। এছাড়া এতো লম্বা সময়ে ফেরি চালানোর মধ্যেও ঝুঁকি থাকে।
বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাইদুর রহমান জানান, পালের চরের একটি নতুন চ্যানেল দিয়ে ফেরি চলাচলের জন্য বলা হয়েছিল। সময় বেশি লাগলেও দীর্ঘদিন ধরে জমে থাকা ট্রাকের সারি কমে যেতো। কিন্তু ফেরি কর্তৃপক্ষ আগ্রহ প্রকাশ করেনি। পদ্মাসেতুর চ্যানেলে তিনটি ড্রেজার (খননযন্ত্র) পলি অপসারণে কাজ করছে। যা তিনদিনের আগে সচল করা সম্ভব নয়। এর জন্য পরীক্ষামূলকভাবে চায়না চ্যানেলে ফেরি চালানোও যাবে না।
বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাটের সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন জানান, সকাল থেকে লঞ্চ ও স্পিডবোটে যাত্রীদের বেশি উপস্থিতি লক্ষ্যণীয়। চ্যানেলে ড্রেজারের কারণে কিছুটা অসুবিধা হচ্ছে ফেরি চালাতে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
https://www.facebook.com/BikrampurKhobor/
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email – bikrampurkhobor@gmail.com