প্রকাশিত: শুক্রবার, ১৩ডিসেম্বর ২০১৯ ইং ।। ২৮ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর : স্টাফ রিপোর্টার: আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা যায়, ভোরের দিকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে পদ্মার দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে যায়। এতে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। এছাড়াও ঘন কুয়াশায় মাঝ পদ্মায় কয়েকটি ফেরি নোঙর করে রাখা হয়েছে।
কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল শুরু করবে।