প্রকাশিত : শনিবার ,১২ সেপ্টেম্বর ২০২০ইং ।। ২৮শে ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ২৩শে মুহররম,১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : আটদিন পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে পরীক্ষামূলকভাবে ছেড়ে আসা তিনটি ফেরির মধ্যে ক্যামেলিয়া নামে ফেরিটি শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে পৌঁছেছে। এছাড়া রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর কাঁঠালবাড়ী প্রবেশ পথে ডুবোচরে আটকে যায়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শিমুলিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে তিনটি ফেরি কাঁঠালবাড়ি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। পদ্মা নদীতে নাব্য সঙ্কটের কারণে এই রুটে গত ৩ সেপ্টেম্বর থেকে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ছিল।
কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, পরীক্ষামূলকভাবে শিমুলিয়া থেকে দুটি কে-টাইপ ও একটি রো রো ফেরি ছেড়ে আসে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে। নির্বিঘ্নে কে-টাইপ ফেরি ক্যামেলিয়া চ্যানেল অতিক্রম করে কাঁঠালবাড়ী ঘাটে পৌঁছায়। এরপর রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর চ্যানেল অতিক্রম করতে গেলে ডুবোচরে আটকে যায়। প্রায় ত্রিশ মিনিট চেষ্টা চালিয়ে ফেরিটি ডুবোচর মুক্ত হতে পারে। এরপরই কে-টাইপ ফেরি কাকলী চ্যানেল অতিক্রম করে কাঁঠালবাড়ী ঘাটে পৌঁছায়।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ ফয়সাল বলেন, বিআইডব্লিউটিএ থেকে আমাদের জানানো হয়েছে যে ড্রেজিং করে চ্যানেলে নাব্য ফেরানো হয়েছে। তাই পরীক্ষামূলকভাবে আমরা ফেরি চালু করেছি। ২ নম্বর ঘাট থেকে রো রো ফেরি জাহাঙ্গীর ও ফেরি কাকলি এবং ৩ নম্বর ঘাট থেকে ফেরি ক্যামেলিয়া ছেড়ে গেছে। এই তিনটি ফেরি নির্বিঘ্নে কাঁঠালবাড়ী ঘাটে পৌঁছাতে পারলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email – bikrampurkhobor@gmail.com