শিমুলিয়ায় ঝাঁকেঝাঁকে মোটরসাইকেল

0
20
শিমুলিয়ায় ঝাঁকেঝাঁকে মোটরসাইকেল

প্রকাশিত : শুক্রবার,৩১ জুলাই ২০২০ইং ।। ১৬ই শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : মিজানুর রহমান ঝিলু, লৌহজং থেকে : পবিত্র ঈদুল আযহা শনিবার। তাই দক্ষিণাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশপথ শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঘরমুখো যাত্রীর উপচেপড়া ভিড় শুরু হয়েছে। নাড়ির টানে বাড়ি ফিরছে দক্ষিণবঙ্গের হাজারও মানুষ। রাজধানীসহ বিভিন্ন এলাকার কর্মস্থল থেকে ঈদের ছুটিতে গ্রামের বাড়ি ছুটছেন তারা।

সরজমিনে দেখা যায়, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ১০টি ফেরি দিয়ে যান চলাচল স্বাভাবিক রেখেছে ঘাট কর্তৃপক্ষ। ১০টি ফেরি, ৮৭টি লঞ্চ ও ৩ শতাধিক স্পিডবোট দিয়ে এ রুটের হাজার হাজার মানুষ দক্ষিণবঙ্গে ছুটছেন। নাব্যতা সংকট ও প্রবল স্রোতের কারণে

টানা ২ সপ্তাহ যাবত এ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। রাতে ফেরি বন্ধ থাকে দিনে সীমিত আকারে যানবাহন নিয়ে পাড়ি দিচ্ছে। ফলে ঘাট এলাকায় ছোটবড় গাড়ির একটু চাপ পড়েছিল। তবে বৃহস্পতিবার দুপুরে চোখে পড়ার মত ছিলো মোটরসাইকেলের বহর। রাজধানীসহ বিভিন্ন জায়গা থেকে ঝাঁকেঝাঁকে মোটরসাইকেল শিমুলিয়াঘাটে আসছিল।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটে সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঘরমুখে মানুষের ঢল নেমেছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক।  গত মঙ্গলবার রো রো ফেরি বন্ধ থাকার পরে বুধবার সকাল চলাচল শুরু করেছে। সেই সঙ্গে মোট ১০টি ফেরি দিয়ে এ পথে যানবাহন পারাপার করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন .. ..     

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন