প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১ইং।। ১৫ই পৌষ ১৪২৮ বঙ্গাব্দ (শীতকাল)।। ২৫ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : অনলাইনে শিক্ষা পদ্ধতি চালু রাখার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার প্রাদুর্ভাব বেড়ে গেলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে শিক্ষা মন্ত্রণালয়কে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে ভার্চুয়াল অনুষ্ঠানে গণভবন থেকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ও নতুন বছরের বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। প্রধানমন্ত্রী জানান, সবার জন্য করোনার টিকা নিশ্চিত করতে প্রান্তিক পর্যায়ে নেওয়া হচ্ছে ভ্যাকসিনেশন কার্যক্রম।
মহামারির বাস্তবতায় পুরো বিশ্বেই পাল্টে গেছে শিক্ষা পদ্ধতি, জীবন ব্যবস্থা। সংক্রমণের আতঙ্কে সরাসরি পাঠদান পদ্ধতির বিপরীতে ইন্টারনেট ভিত্তিক যে বিকল্প ব্যবস্থা দাঁড়িয়েছে, সেই পদ্ধতিতেই এবার আয়োজিত হলো এসএসসির ফল প্রকাশের আনুষ্ঠানিকতা।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজন করে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ও নতুন বই বিতরণের জোড়া অনুষ্ঠানের। সরকার প্রধান শেখ হাসিনা ডিজিটাল পদ্ধতিতে উদ্বোধন করেন এ বছরের এসএসসির ফল।
প্রধানমন্ত্রীর পক্ষে ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রীকে। পরে ২০২২ শিক্ষাবর্ষের জন্য ৪ কোটি ১৭ লাখ ২৬ হাজার ৮৫৬ শিক্ষার্থীর মাঝে ৩৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ১৩০ কপি বই বিনামূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রাক-প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের নতুন বই তুলে দেন সংশ্লিষ্ট মন্ত্রীরা।
নিউজটি শেয়ার করুন .. ..
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।