লৌহজং ৯টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ

0
3
লৌহজং ৯টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ

প্রকাশিত: সোমবার,৭ ফেব্রুয়ারি ২০২২ইং।। ২৪ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ (শীতকাল)।। ৪ রজব,১৪৪৩ হিজরি।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যলয় আজ ০৬ ফ্রেরুয়ারী ২০২২খ্রিঃ রবিবার সকাল ১০ঘটিকায় লৌহজং উপজেলা ৯টি ইউনিয়নে নব-নির্বাচিত চেয়ারম্যানদের মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রাসূল শপথ বাক্য পাঠ করিয়েছিলেন।

লৌহজং ৯টি ইউনিয়ন পরিষদ নব-নির্বাচিত চেয়ারম্যান হলেন বেজগাঁও ইউনিয়ন মো.ফারুক ইকবাল মৃধা( নৌকা ) মেদিনী মন্ডল ইউনিয়ন হাজী মো.আশরাফ হোসেন (নৌকা) কুমার ভোগ ইউনিয়ন তৎফর রহমান তালুকদার (নৌকা) হলদিয়া ইউনিয়ন মোজ্জাম্মেল হক (নৌকা )কনকসার ইউনিয়ন মো.বিদ‍্যুৎ আলম মোড়ল (স্বতন্ত্র )গাঁওদিয়া ইউনিয়ন মো.শহিদুল ইসলাম (নৌকা )বৌলতলী ইউনিয়ন,আলহাজ্ব মালেক শিকদার (স্বতন্ত্র )কলমা ইউনিয়ন মো.মোতালেব হোসেন শেখ (স্বতন্ত্র )। খিদিরপাড়া ইউনিয়ন,আবুল কালাম আজাদ (নৌকা )।লৌহজং -তৌটিয়া ইউনিয়ন সীমানা জটিলতা কারণে নির্বাচন হয়নি।

উল্লেখ্য গত ২৬শে ডিসেম্বর ভোট গ্রহণ হয়।এতে লৌহজং উপজেলা ৯টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের(নৌকা) ৬টি এবং স্বতন্ত্র ৩নির্বাচনে জয়ী হয়।

 (বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..              

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন