লৌহজং-এ নতুন কান্দি বেপারী পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

0
39
লৌহজং-এ নতুন কান্দি বেপারী পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশিত: শনিবার, ৩০ এপ্রিল ২০২২ইং।। ১৭ই বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ।। ২৮ রমজান,১৪৪৩ হিজরি ।।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : লৌহজং উপজেলার নতুন কান্দি (নাগেরহাট) গ্রামের বেপারি পরিবারের পক্ষ থেকে ‘পারিবারিক দোয়া ও ইফতার মাহফিল’ আয়োজন করা হয়েছিল নতুন কান্দি  জামে মসজিদ প্রাঙ্গণে।

May be an image of 9 people, people sitting, people standing and indoor

উল্লেখ্য দেশে বিদেশে অবস্থানরত তাহাদের পরিবারের সকলের অংশগ্রহণে প্রতিবারের মতো এবারও আজকের এই আয়োজন। গত দুই বছর করোনা মহামারীর কারণে এই আয়োজন করা যায় নাই।

May be an image of 7 people, people sitting and people standing

‘পারিবারিক দোয়া ও ইফতার মাহফিল’ বেপারী পরিবারের পক্ষ থেকে আজকের আয়োজনে বেপারী পরিবারের সম্মানিত আপনজন, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, প্রতিবেশী, এলাকাবাসী, মসজিদের মুসল্লিগণ কস্ট করে যাহারা উপস্থিত ছিলেন এবং অনেকের গুরুত্বপূর্ণ কাজ থাকার কারনে দেখা করে গেছেন তাঁহাদের সকলের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

May be an image of 5 people, people sitting and people standing

 

May be an image of 3 people and people sitting

(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন