প্রকাশিত: প্রকাশিত: শনিবার, ৯ এপ্রিল ২০২২ইং।। ২৬শে চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ।। ৭ই রমজান, ১৪৪৩ হিজরি ।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : লৌহজং উপজেলার ঝাউটিয়া গ্রাম নিবাসী তপন দাস পরলোকগমন করেছেন। ৭ এপ্রিল ২০২২ সকাল ১১:৩০ মিনিটে ঢাকায় বাংলাদেশ স্পেশাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
মরদেহ প্রথমে জাপান গার্ডেন সিটিতে এবং ওখান থেকে গ্রামের বাড়িতে লৌহজং উপজেলার ঝাউটিয়ায় নিয়ে যাওয়া হয় এবং শেষকৃত্য সম্পন্ন করা হয় লৌহজংয়ের বেজগাও ইউনিয়নের মালির অংক শশ্মানে।
মৃত্যুকালে তপন দাস মা, দুই ছেলে, স্ত্রী, ভাই-বোন অগনিত বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তপন দাস সামাজিক সংগঠন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন লৌহজং কেন্দ্রের সদস্য ছিলেন, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি ডক্টর নূহ-উল-আলম লেনিন এবং সংগঠনের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য তপন দাসএর অকাল প্রয়াণে লৌহজঙে শোকের ছায়া নেমে আসে। তাহার পিতা ছিলেন স্বনামধন্য শিক্ষক নারায়ন দাসম। তপন দাস একজন ভালো মনের মানুষ ছিলেন।
আমরা বিক্রমপুর খবর এর পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’