লৌহজং উপজেলায় নতুন ১৯ জন করোনা সনাক্ত

0
32
দেশে করোনা শনাক্ত দেড় লাখ ছাড়াল, মৃত্যু ১,৯২৬

প্রকাশিত : রবিবার, ৭ জুন ২০২০ ইং ।। ২৪ই জ্যৈস্ঠ ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : লৌহজং উপজেলায় নতুন ১৯ জন পজিটিভ রোগী সনাক্ত হয়েছে। এই ১৯ জনের মধ্যে ৪ জনের বাড়ি বেজগাঁও ইউনিয়নের হাট ভোগদিয়া গ্রামে, ১ জনের বাড়ি কনকসার ইউনিয়নের মশদগাঁও গ্রামে,  ১ জনের বাড়ি খিদিরপাড়া ইউনিয়নের হুগলী গ্রামে, ১ জনের বাড়ি গাওদিয়া ইউনিয়নের গাওদিয়া গ্রামে,  ২ জনের বাড়ি গাওদিয়া ইউনিয়নের নুরপুর গ্রামে,  ২ জনের বাড়ি মেদিনী মন্ডল ইউনিয়নের যষলদিয়া গ্রামে, ২ জনের বাড়ি হলদিয়া ইউনিয়নের উত্তর হলদিয়া গ্রামে, ১ জনের বাড়ি হলদিয়া ইউনিয়নের পূর্ব শিমুলিয়া গ্রামে, ১ জনের বাড়ি লৌহজং-তেউটিয়া ইউনিয়নের বড় নওপাড়া গ্রামে, ১ জন হাসপাতাল স্টাফ, ১ জন হাসপাতাল রিলেটেড আর ২ জন থানা স্টাফ।

লৌহজং এর করোনা আক্রান্তদের মধ্যে থেকে আজ ১ সুস্থ হয়ে উঠেছেন তাহার বাড়ি বানিয়াগাঁও গ্রামে তাহার নাম মিল্টন মোল্লা।

উপজেলায় মোট শনাক্ত ১২৭ জন

উপজেলায় মোট মৃত্যু ৪ জন।

উপজেলায় মোট সুস্থ ২১ জন।

উপজেলায় বর্তমান রোগীর সংখ্যা ১০২ জন।

শনিবার বেলা ৩ঃ ৪৫ টায় আসা অফিসিয়াল তথ্য অনুযায়ী নিপসম থেকে আসা জেলায় ১৯৯ টি রিপোর্ট এর মধ্যে ৭৬ জনের পজিটিভ এসেছে।

এই নিয়ে জেলায় পজিটিভ রোগী ১০৩৫ জন অতিক্রম করল। মোট মৃত ২৮ জন, মোট সুস্থ ৩০০ জন।

নিউজটি শেয়ার করুন .. ..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন