লৌহজং উপজেলায় আরও ৪ জনের করোনা সনাক্ত,এ পর্যন্ত মোট ৩৩ স্বাস্থ্য লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরই ১১জন

0
934
লৌহজং উপজেলায় আরও ৪ জনের করোনা সনাক্ত,এ পর্যন্ত মোট ৩৩ স্বাস্থ্য লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরই ১১জন

প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে ২০২০ ইং ।। ২৯ বৈশাখ  ১৪২৭ বঙ্গাব্দ।। ১৮ রমজান ১৪৪১

বিক্রমপুর খবর :নিজস্ব প্রতিনিধি লৌহজং : মুন্সীগঞ্জে মঙ্গলবার বিকালের রিপোর্টে লৌহজং উপজেলায় আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের দু’জনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। একজন আয়া আয়া (৩৫) এবং অপরজন নার্সের স্বামী (৩৫)। এছাড়া উপজেলার মসদগাঁও গ্রামের নারী (৪০) এবং হাটভোগদিয়া গ্রামের মহিলা (৪২)।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ শামীম আহম্মেদ জানান, উপজেলাটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হলো ৩৩ জনের। এর মধ্যে স্বাস্থ্য বিভাগেরই ১১ জন। এই উপজেলায় করোনায় মারা গেছেন দু’জন। এরা হলেন- বেঁজগাঁও গ্রামের হালিমা বেগম (৭১) এবং কলামা গ্রামের শাহ আলম (৭১)।

এদিকে আজ সকালের রিপোর্ট অনুযায়ী জেলায় ২৯২ জনের করোনা শনাক্ত ঘোষণা করা হয়। এই চার জন যুক্ত হয়ে জেলায় মোট করোনা শনাক্ত ২৯৬ জন।

নিউজটি শেয়ার করুন..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন