প্রকাশিত: সোমবার,১৯ এপ্রিল ২০২১ইং।। ৬ই বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ(গ্রীস্মকাল)।। ৬রমজান ১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জের মাওয়া কবুতরখোলা এলাকার পদ্মা নদীর পাড় থেকে দুই হাজার কেজি বা ৫০ মণ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। আজ সোমবার ভোরে কোস্ট গার্ডের মাওয়া স্টেশনের সদস্যরা অভিযান চালিয়ে এসব জব্দ করে।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এ তথ্য জানিয়েছেন।
আমিরুল হক বলেন, সকালে নদীর পাড়ে থাকা ১০ টি গ্যালন তল্লাশি করে এসব জাটকা পাওয়া যায়। তবে সেসময় আশপাশে কাউকে পাওয়া যায়নি। তাই কারা এই জাটকা নিধনের সঙ্গে জড়িত তা জানা সম্ভব হয়নি। পরে এসব জাটকা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।