প্রকাশিত: রবিবার, ৭ মার্চ ২০২১ইং।। ২২শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ (বসন্তকাল)।। ২২ রজব ১৪৪২হিজরী
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : আজ দুপুরে সময় ১.৩০ ঘটিকায় লৌহজং অন্বেষণ আয়োজনে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরো।আউট অব-স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম,পিইডিপি -৪ সাব কম্পোনেন্ট ২.৫।বাস্তবায়ন সহায়ক সংস্থা( Isa) রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)।উপজেলা অবহিতকরণ কর্মশালা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ -২ (লৌহজং -টংঙিবাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লৌহজং উপজেলা প্যানেল চেয়ারম্যান মো.তোফাজ্জল হোসেন তপন,আলহাজ্ব আব্দুল রশিদ সিকদার সাধারণ সম্পাদক,লৌহজং উপজেলা আওয়ামী লীগ,রিনা ইসলাম মহিলা,মহিলা ভাইস চেয়ারম্যান লৌহজং উপজেলা, মাধ্যমিক শিক্ষা অফিসার দোওয়ান মো.জাহাঙ্গীর ,দীপক রঞ্চন চক্রবতী,মিতালী নুসরাত পারভীন প্রমুখ। উক্তসভা প্রধান অথিতি বলেন,এ কার্যক্রম সফল হওয়ার জন্য আমি এবং আমার দলের সকল ইউনিয়ন চেয়ারম্যানগণ সবরকম সাহায্য সহযোগিতা করবো এবং চেয়ারম্যান তিনি অনুরোধ করেন যে তাদের এলাকায় গুলো এমন কোন শিশু থাকলে তাকে শিক্ষা গ্রহণের সুযোগ করে দেয়া। তিনি আরোও বলেন চেয়ারম্যানগন মেম্বারদের মাধ্যমে প্রত্যক গ্রামে খোঁজ নিবেন।একটি শিশু যেন প্রাথমিক শিক্ষা বাদ না পরে।সকলের জন্য শিক্ষার সুযোগ করে দিতে । উল্লেখ্য সভা মূললক্ষ্য উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয় বহির্ভূত (ঝরে পড়া এবং ভর্তি না হওয়া )৮-১৪বছরের শিশুদের কে প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য দ্বিতীয় বার সুযোগ দেয়া এবং আনুষ্ঠানিক শিক্ষা র মূলধারার নিয়ে আসা। এসময় সাংবাদিক এবং বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’