প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর ২০২০ইং ।। ২৯শে কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ২৭শে রবিউল আউয়াল,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : মিজানুর রহমান ঝিলু : শনিবার সকালে মুন্সীগঞ্জের লৌহজংয়ে স্বাধীনতাযুদ্ধে মুক্তিবাহিনী কর্তৃক তৎকালীন লৌহজং থানা পাকহানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে লৌহজং উপজেলা মুক্তিযোদ্ধাগণের ব্যানারে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রধান সড়কে বিজয় র্যা লির আয়োজন করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলম বাহারের সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বাবুল মুন্সীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ঢালী মোয়াজ্জেম হোসেন। সভায় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম ফকির, এস এম ইসহাক, শাহনূর ইসলাম, সেকান্দার আলী বাদল, সিরাজ মৃধা, শাখাওয়াত হোসেন, আলী আকবর, মুজিবুর রহমান আখন্দ, হুমায়ুন কবির কাজল, দিদার হোসেন, নজরুল ইসলাম লাল, একে এম শাহজাহান প্রমুখ।
আলোচনা সভার পূর্বে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, তাঁদের আত্মার মাগফিরাত ও জীবিত অসুস্থ মুক্তিযোদ্ধাদের রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor