লৌহজংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালকের বাড়িতে আগুন

0
16
প্রতীকী

প্রকাশিত: রবিবার, ২ জানুয়ারি ২০২২ইং।। ১৮ই পৌষ  ১৪২৮ বঙ্গাব্দ (শীতকাল)।।২৮ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী।।

বিক্রমপুর খবর : লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক (স্বাস্থ্য ও শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকিরের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে উপজেলার কলমা ইউনিয়নের ঘোড়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির বাদী হয়ে লৌহজং থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা যায়, ভোর ৫টার দিকে তার তালাবদ্ধ ঘরে কেরোসিন দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনের লেলিহান শিখা দেখে বাড়ির আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তার ঘরের কিছু আসবাবপত্র পুড়ে গেছে।
লৌহজং থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 (বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..              

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন