প্রকাশিত:শনিবার,১ ফেব্রুয়ারি, ২০২০ ইং ।। ১৮ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর :স্টাফ রিপোর্টার মিজানুর রহমান ঝিলু : দুর্গম না হলেও উপজেলা সদর থেকে ৪/৫ কিলোমিটার দূরত্বে লৌহজংয়ের কনকসার ইউনিয়নের কাহেতারা গ্রামটি বেশ নিরিবিলি। এখানে অনেক পয়শাওয়ালা লোকজনের বসবাস। এঁদের বেশির ভাগ আবার রাজধানীতে থিতু হয়েছেন। লোকসংখ্যাও তুলনামূলক বেশ কম। কিন্তু সেই কাহেতারা এখন সারা লৌহজংয়ে আলোচনার খোরাক জুগিয়েছে।কারণ,যেখানে জেলা কিংবা উপজেলা পর্যায়ে ক্রিকেট নিয়মিত নয়,ফ্রাঞ্চাইজি তো দূরের কথা;সেখানেই কিনা চালু হতে যাচ্ছে ফ্রাঞ্চাইজি ক্রিকেট লীগ!তাও আবার এ টুর্ণামেন্ট স্পন্সর করছে দেশের বহুজাতিক কোম্পানি মেঘনা গ্রুপের ফ্রেশ।কাহেতারা অনুপম সংসদের আয়োজনে এ উপলক্ষে গত ২৪ জানুয়ারি খেলোয়াড়দের নিয়ে নিলামের কাজটিও সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কনকসার ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ,সভাপতিত্ব করেন,অনুপম সংসদ এর সভাপতি হাজি মোঃ এনামুল হক।আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা হাজী মোঃ মুজিবুর রহমান চৌধুরী, বিশিষ্ট ক্রীড়াঅনুরাগী ও সংগঠক হাজী নাছির উদ্দিন আহমেদ জুয়েল, হাজী মোঃ নুর ইসলাম,জনাব তোফায়েল আহমেদ সহ অনেকে।
সঞ্চালনায় ছিলেন অনুপম সংসদের সাধারণ সম্পাদক জনাব হাজী মোঃ নুরুল আমিন এবং সংসদের ক্রীড়া সম্পাদক সাদ্দাম হোসেন।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সংসদের মাঠে অনুষ্ঠিতব্য এ ক্রিকেট টুর্নামেন্টে ৫টি টিম অংশ নিচ্ছে।কাহেতারা প্রিমিয়ার লীগ যা KPL-2020 নামে উপজেলায় পরিচিতি পেতে শুরু করেছে।এ প্রসঙ্গে সিংহেরহাটি তরুণ সংঘের সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম তুহিন বলেন, কাহেতারা অনুপম সংসদ তরুণদের খেলামুখী করতে ও সেই সাথে তাদেরকে মাদক থেকে সরিয়ে রাখার জন্য এ উদ্যোগ গ্রহণ করার জন্য অনুপম সংসদকে ধন্যবাদ জানাই।ক্রীড়াপ্রেমী কিশোর-তরুণেরা খেলা দেখার জন্য এখনই মুখিয়ে আছেন।
আয়োজকরা জানান, এবারের এই ৮ম আসর টুর্নামেন্টটি আগামী ৭ ফেব্রুয়ারী বিকাল তিনটায় স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি উদ্বোধন করবেন। সংগঠনের পক্ষ থেকে সকলে আমন্ত্রত জানানো হয়েছে।