১৪তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৯ সম্মাননা পাচ্ছেন রফিকুল আলম ও ফকীর আলমগীর

0
14
১৪তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৯ সম্মাননা পাচ্ছেন রফিকুল আলম ও ফকীর আলমগীর

প্রকাশিত:শনিবার,১ ফেব্রুয়ারি, ২০২০ ইং ।। ১৮ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : বাংলা আধুনিক গানে অসামান্য অবদানের জন্য ১৪তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৯-এ, সম্মাননা পাচ্ছেন রফিকুল আলম ও গণসংগীতে ফকীর আলমগীর। এ উপলক্ষে সংগীতের সব শাখার শিল্পী আবারো একই মঞ্চে এক হতে যাচ্ছেন আজ বৃহস্পতিবার। এবারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হবে সিলেট হবিগঞ্জের দ্য প্যালেসে সন্ধ্যা ৭টায়। এরই মধ্যে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের মঞ্চসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন অঙ্গনের তারকাশিল্পীরা গতকাল বৃহস্পতিবার ঢাকা ছেড়েছেন প্যালেসের উদ্দেশে। এই আয়োজনে মোট ১৪টি ক্যাটাগরিতে সমালোচক পুরস্কার দেওয়া হবে। অন্যদিকে আয়োজনের দিক দিয়ে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে প্রতিবারের মতো এবারো থাকবে বিশেষ চমক।

বাংলাদেশের গানের জগৎ যখন এক ক্রান্তিকাল অতিক্রম করছিল ঠিক সেই সময় দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় আয়োজন ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৯-এর ক্যাটাগরিগুলো হলো- শ্রেষ্ঠ রবীন্দ্রসংগীত, শ্রেষ্ঠ নজরুলসংগীত, শ্রেষ্ঠ লোকসংগীত, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও, শ্রেষ্ঠ কাভার ডিজাইন, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ আধুনিক গান, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ ছায়াছবির গান, শ্রেষ্ঠ উচ্চাঙ্গসংগীত কণ্ঠ এবং শ্রেষ্ঠ উচ্চাঙ্গসংগীত যন্ত্র।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন